,

সদর হাসপাতালে চিকিৎসার অবহেলায় আবারও শিশুর মৃত্যু

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আবারো চিকিৎসার অবহেলায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে হাসপাতালে আসা রোগীর স্বজনদের মাঝে শিশু মৃত্যুর আতংক বিরাজ করছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের শিশু ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে। মৃত শিশুর পিতা সদর উপজেলার তেঘরিয়া গ্রামের ছমেদ মিয়া জানান, তার ফুটফুটে ১৫ দিনের শিশু ইয়াসিনকে ঠান্ডাজনিত রোগের কারণে হাসপাতালে ভর্তি করা হয় ২০ জানুয়ারি। এর পর থেকে কোন শিশু ডাক্তার তার শিশুর চিকিৎসা করেননি। নার্স দিয়ে নামমাত্র চিকিৎসা চলে। গতকাল বৃহস্পতিবার সকালে তার বাচ্চার অবনতি হলে বার বার ডাক্তার আবু সুফিয়ানের নিকট গেলে তিনি কর্ণপাত করেননি। উপরন্ত তার শিশুকে চেম্বারে নিয়ে আসার পরামর্শ দেন। কিন্তু দরিদ্র ছমেদ টাকার অভাবে সুফিয়ানের চেম্বারে নিয়ে যেতে পারেননি। ফলে বিনা চিকিৎসায়ই দুপুরের দিকে তার শিশু ইয়াসিনের মৃত্যু ঘটে। একমাত্র শিশুপুত্রকে হারিয়ে তার মা হাসপাতালে আহাজারী করে জানান, হাসপাতালের কতিপয় ডাক্তার হাসপাতালকে কসাইখানায় পরিণত করেছে। এব্যাপারে ওই ডাক্তারের বিরুদ্ধে মামলা করবেন বলে তারা জানান। এ ঘটনায় হাসপাতালে অন্যান্য শিশুর স্বজনদের মধ্যে মৃত্যু আতংক দেখা দিয়েছে। এব্যাপারে ডাক্তার মহসিন করিম জানান, আমরা সাধ্যমত চেষ্টা করেছি শিশুটিকে বাচাঁনোর জন্য। ঠান্ডায় নিউমোনিয়ায় শিশুটির মৃত্যু হয়েছে।


     এই বিভাগের আরো খবর