,

হবিগঞ্জে গরু চুরির দায়ে এক কিশোর গ্রেফতার ॥

হবিগঞ্জ প্রতিনিধি ॥ আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। কিন্তু অনেক দিন ধরে প্রচলিত কথাটি মিথ্যায় পর্যবেশিত করল মোশারফ মিয়া (১৩) নামের এক কিশোর। যে বয়সে তার বই-খাতা নিয়ে স্কুলে যাবার কথা। দারিদ্রতার কারণে তাকে আজ বেচেঁ নিতে হয়েছে চুরির মতো জঘন্যতম পেশা। তাও আবার গরু চুরি। গতকাল বৃহস্পতিবার ভোরে শহরতলীর উমেদনগর এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ভোরে উমেদনগর এলাকার জনৈক ব্যক্তির বাড়িতে সংঘবদ্ধ চোর হানা দিয়ে গোয়ালঘর থেকে ৪টি গরু চুরি করে নিয়ে যায়। গরুগুলো বহনের জন্য ডায়না (ঢাকা মেট্রো ন-১৬-৪৭১৬) যোগে পালানোর সময় স্থানীয় জনতা ধাওয়া করে। জনতার ধাওয়া খেয়ে গাড়িটি দ্রুতগতিতে চলে যাওয়ার চেষ্টা করে। এসময় গাড়িটি কালারডোবা নামকস্থানে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলে স্থানীয় জনতা গরুসহ মোশারফকে ধরে ফেলে। অন্যান্যরা পালিয়ে যায়। মোশারফ বানিয়াচং সদরের যাত্রাপাশা গ্রামের লাল বাদশার পুত্র। পরে পুলিশে খবর দিলে সদর এসআই মিজানের নেতৃত্বে পুলিশ মোশারফসহ গরু ও গাড়ি আটক করে থানায় নিয়ে আসেন। এদিকে থানায় আটক মোশারফ সাংবাদিকদের জানায়, সেয়ানে সেয়ানে কাডল খায়, বরবরার মুখে আডা লাগায়। ভাই আমি ৪র্থ শ্রেণীতে পড়ালেখা করি। ট্যাকার অভাবে বন্ধ হয়ে যায়। মা ও অসুস্থ বাবার পক্ষে পড়ালেখা চালানো সম্ভব না বিধায় বাধ্য হয়ে চুরির খাতায় নাম লেখাতে হয়েছে।


     এই বিভাগের আরো খবর