,

বানিয়াচংয়ে ইউএনও’র সরকারি গাড়ি ভাংচুর দ্রুত বিচার আইনে মামলা ছাত্রদল নেতার দায় স্বীকার

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি গাড়ি ভাংচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে। মামলার প্রধান আসামি হলেন উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক পদপ্রার্থী শরীফ উদ্দিন ঠাকুর। অজ্ঞাত আসামি রয়েছে আরও ৭/৮ জন। বৃহস্পতিবার দায়েরকৃত মামলার বাদী হন ইউএনও’র সরকারি জীপ গাড়ি চালক শাহ রব্বানী আক্তার। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে ইউএনও’র বাসভনের সামনে পার্কিং করা অবস্থায় দুবৃর্ত্তরা গাড়ি ভাংচুর করে। প্রত্যক্ষদর্শীদের বর্ননা মতে, পুলিশ মামলার প্রধান আসামি শরীফ উদ্দিন ঠাকুর এর মুঠোফোনে ফোন দিলে গাড়ি ভাঙ্গার দায় স্বীকার করে। বিএনপির রাজনীতির হাইলাইটসে আসার উদ্দেশ্যে অবরোধ চলার সময় গাড়িটি ভেঙ্গেছে বলে শরীফ উদ্দিন ঠাকুর ফোনে পুলিশ ও মিডিয়াকর্মীকে জানিয়েছে। এদিকে গাড়ি ভাঙ্গার দায় স্বীকারের মোবাইলফোন রেকর্ডটি এলাকার রাজনৈতিক নেতাকর্মীর মোবাইলফোনে ছড়িয়ে পড়েছে। এঘটনায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে।


     এই বিভাগের আরো খবর