,

রানা প্লাজার মত ভবণ ধ্বসের আশংকা অলিপুরে প্রাণ কোম্পানীতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে ২ হাজার শ্রমিক ॥

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ এগ্রো লিমিটেড প্রান কোম্পানীতে প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা। কর্তৃপক্ষের গাফিলতিতে দূর্ঘটনা ঘটছে বলে লোকজন জানান। সম্প্রতি ওই কোম্পানীর ক্যামিলের আগুনে ৪ শিশু অগ্নিদ্বগ্ধ হয়েছে। এর মধ্যে ১ শিশু মারা গেছে। এছাড়া প্রায়ই কোম্পানীর ভবনের রোমগুলো ধ্বসে পড়ে দূর্ঘটনা ঘটছে। ইতোমধ্যে ১ জন ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করেছে। গতকাল শুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ৯নং বিল্ডিংয়ের সাটারিং এর কারণে ১তলার কিছু অংশ ধ্বসে পড়েছে। এতে ১০ শ্রমিক আহত হয়েছে। বিষয়টি যাতে জানাজানি না হয়, আহতদের কে কৌশলে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। একটি সূত্র জানায়, নিম্নমানের র্নিমান সামগ্রীর ব্যাবহার ও জোড়া তালি দিয়ে সাটারিং এর কারনে ৩য় বারের মত ভবন ধ্বস ঘটল। এতে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তাছাড়া ওই কোম্পানীতে এলাকার প্রায় ২ হাজার শ্রমিক জীবনের ঝুকিঁ নিয়ে কোম্পানীতে কাজ করছে। এব্যাপারে র্কতৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও কারো সাথে যোগাযোগ সম্ভব হয়নি। তবে শ্রমিকরা জানায়, রানা প্লাজার মত প্রাণ কোম্পানীর ভবনগুলোও ধ্বসে পড়ে শত শত শ্রমিক মারা যাবার আশংকা রয়েছে। এব্যাপারে তারা সংশ্লিষ্ঠ প্রশাসনের নিকট কোম্পানীর নির্মাণ কাজের তদন্তপূর্বক তদারকির দাবী জানিয়েছে।


     এই বিভাগের আরো খবর