,

বিশিষ্ট আলেম মাওঃ আবুল আহমদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি বানিয়াচঙ্গের সর্বস্তরের আলেমগনের ॥

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গের বিশিষ্ট আলেম শরীফ উদ্দিন রোড জামে মসজিদের ইমাম ও খতিব, দারুল জান্নাত কোয়ারপাড় মাদ্রাসার প্রাক্তন মুহতামিম মাওলানা আবুল আহমদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বানিয়াচঙ্গের সর্বস্তরের আলেম উলামাগণ। এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, একটি কুচক্রি মহল দেশের আলেম সমাজকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে নাশকতামূলক কাজে জড়াতে চাইছে। প্রকৃতপক্ষে সকল আলেমগণ নাশকতার বিরুদ্ধে সোচ্চার। নাশকতাকে ইসলাম বিরোধী কাজ আখ্যা দিয়ে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতিতে স্বাক্ষর করেন, বানিয়াচং জনাব আলী ঈদ গাহের ইমাম প্রবীন আলেম মাওঃ আঃ ছাত্তার, বানিয়াচং শরীয়ত বিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির সভাপতি আল্লামা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর), বানিয়াচং শাহী ঈদ গাহের ইমাম শায়খুল হাদিস আল্লামা ফজলুর রহমান, সিনিয় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দাল হোসেন খান, উপধ্যক্ষ মাওঃ কাজী আতাউর রহমান, সহকারী অধ্যাপক মাওঃ শায়েখ মখলিছুর রহমান, হাজী ফরিদ উল্লা, মাওঃ আব্দুল জলিল ইউসুফি, মাওঃ আব্দুল আলিম, মাওঃ গোলাম কাদের, মাওঃ শফিকুর রহমান, মাওঃ সিরাজুল ইসলাম, মুফতি আহমদ আলী সহ প্রায় শতাধিক আলেম। উল্লেখ্য, বানিয়াচঙ্গে সরকারি স্থাপনায় পেট্রোল বোমা হামলার ঘটনায় প্রতিহিংসা চরিতার্থ করার লক্ষ্যে একটি মহল বিশিষ্ট আলেম মাওঃ আবুল আহমদের নাম মামলায় জড়িয়েছে। এ ঘটনায় সর্বস্তরের আলেম উলামা সহ ধর্মপ্রাণ মুসল্লিগণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।


     এই বিভাগের আরো খবর