,

ইনাতগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান

রাকিল হোসেন, ইনাতগঞ্জ ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমান। এ সময় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ন পণ্য, ওজনে কম দেয়াসহ বিভিন্ন অপরাধে ব্যবসায়ীদের জেল জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্ত ব্যসায়ীরা হলেন, মেয়াদ উত্তীর্ণ মাল রাখার অপরাধে দন্ড বিধি ২৭৩ ধারায় স্বাদ এর মালিক আব্দুস শহীদকে ৫’শত টাকা, নিজে প্যাকেট করায় ২০০৯, ৩৭ ধারায় আপন ষ্টোর ৫হাজার টাকা, ২৬৪ ধারায় সবজি দোকানের মালিক আশিক মিয়া ১হাজার টাকা, প্রকাশ্যে ধুমপান করার অপরাধে মাধক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৪(২) ধারায় মোস্তফা মিয়াকে ৩’শত টাকা জরিমানা ও অনাদায়ে বিভিন্ন মেয়াদে সবাইকে জেল প্রদান করা হয়। সবাই জরিমানার টাকা পরিশোধ করায় কারাদন্ড থেকে মুক্তি পান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী অফিসার নুরে আলম সিদ্দিকী, চ্যানেল এস প্রতিনিধি রাকিল হোসেন, আদালত সমন্বয়কারী আমির হোসেন, পেশকার আব্দুল কাইয়ুম, ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির এটি এসআই হাফিজ আহমদ, সাংবাদিক শামীম আহমদ প্রমূখ।


     এই বিভাগের আরো খবর