,

নবীগঞ্জে ভরাড়ী প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্ভোধন

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ভড়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্ভোধন করা হয়েছে। গতকাল বিকেলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রায় ৩৯ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত নতুন ভবনের উদ্ভোধন করেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি এম.এ মুনিম চৌধুরী বাবু। উদ্ভোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক সমীরন কিশোর দাশের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলমগীর চৌধুরী, দেবপাড়া ইউপি চেয়ারম্যান এডঃ মাসুম আহমেদ জাবেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, সাবেক সহ-সভাপতি ইলিয়াছ মিয়া, শিক্ষক সমিতির সভাপতি দিপ্তেন্দু নারায়ন রায়, জেলা জাতীয় পার্টি নেতা নুরুল হক তুহিন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা তারা মিয়া, নবীগঞ্জ উপজেলা যুবসংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদার। এসময় উপস্থিত ছিলেন, মোঃ গিয়াস উদ্দিন, মাহমুদ মিয়া, উপজেলা যুব সংহতির সহ-সভাপতি অলিদুর রহমান অলিদ, নাজমুল হোসেন খান, দেবপাড়া ইউপি যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক বিলাল হোসেন, পানিউমদা ইউপি যুবসংহতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মুন্না, কাজী জাহান-নূর প্রমুখ। পরে ভড়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এম.এ মুনিম চৌধুরী বাবু এমপি, জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলমগীর চৌধুরী, দেবপাড়া ইউপি চেয়ারম্যান এডঃ মাসুম আহমেদ জাবেদসহ অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান শিক্ষক সমীরন কিশোর দাশ, শেফালী আক্তার, সবুজ মিয়া, আব্দুল ওয়াহাব, শেফালী বেগম, আব্দুন নুর, ফাতেহা বেগম। প্রধান অতিথির বক্তব্যে এমপি মুনিম চৌধুরী বাবু বলেন, সংশ্লিষ্ট এলাকার রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নে আমার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, একটি বিশেষ মহল দেশের উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্থ করতে দেশকে অরাজকতার দিকে টেলে দিচ্ছে। তারা সরকারের বিরুদ্ধে নানামুখি চক্রান্তে লিপ্ত রয়েছে। যারা পেট্রোল বোমা দিয়ে সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে তাদেরকে প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন, দেবপাড়া ইউনিয়নের কৃতি সন্তান সাবেক অর্থমন্ত্রী মরহুম শাহ এ.এম.এস কিবরিয়া ও সাবেক মন্ত্রী মরহুম দেওয়ান ফরিদ গাজীর এলাকার উন্নয়ন কর্মকান্ডে আমার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম দেওয়ান গোলাম সরোয়ার হাদী গাজীর নিজ গ্রাম সদরঘাট এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করতে আমি আপ্রান চেষ্ঠা চালিয়ে যাব।


     এই বিভাগের আরো খবর