,

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু টাইগারদের

সময় ডেস্ক ॥ আফগানিস্থানের বিপক্ষে জয় দিয়ে শুরু হলো বাংলাদেশি টাইগারদের অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ক্রিকেট বিশ্বকাপ ২০১৫। সকালে ক্যানবেরা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ৫০ ওভার শেষে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৬৭ রান। জয়ের লক্ষে ২৬৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই টাইগারদের তোপের মুখে পড়ে আফগান ব্যাটসম্যানরা। প্রথম ওভারের শেষ বলে প্রথম উইকেট তুলে নেন অধিনায়ক মাশরাফি। দ্বিতীয় ওভারের প্রথম বলেই দ্বিতীয় উইকেটটি আসে রুবেল হোসেনের বল থেকে। তৃতীয় ওভারে আরও একটি উইকেটের পতন। তখ আফগানদের দলীয় সংগ্রহ ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩ রান। এরপর বিরতিহীনভাবে চলে আফগানদের উইকেট বিলিয়ে দেওয়ার প্রতিযেগিতা। ৪২ ওভার ৫ বল খেলে সব কয়টি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬২ রান। ফলে, ১০৫ রানের সহজ জয় দিয়ে শুরু হলো টাইগারদের বিশ্বকাপ মিশন। এনামুল, তামিম, সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদের ধীর গতি দিয়ে ব্যাটিং শুরু হলেও মুশফিকুর রহিম ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ১১৪ রানের যুগলবন্দী লড়াকু ব্যাটিংয়ে বাংলাদেশ পৌছে যায় এক সম্মানজনক পর্যায়ে। মুশফিকের ব্যাট থেকে আসে ৭১ ও সাকিবের ব্যাট থেকে আসে ৬৫রান। ফলে ১৪২ ওয়ানডে খেলে ৪,০৪০ রান সংগ্রহের মাধ্যমে রেকর্ড গড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটসম্যানরা তাদের নামের ওপর স্বাক্ষর রাখার পর বল হাতে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা প্রথম ওভারেই নিজের বলে নিজে ক্যাচ ধরে সাজঘরে পাঠান জাভেদ আহমেদিকে। পরের ওভারে আফসার জাজাইকে এলবির ফাঁদে ফেলের পেসার রুবেল হোসেন। এরপর বিরতিহীনভাবে পড়ে আফগানদের উইকেট। বলহাতে মাশরাফি ৩, সাবিব ২, রুবেল ২ তাসকিন ১ ও মাহমুদুল্লাহ রিয়াদ তুলে নেন ১টি উইকেট। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। বাংলাদেশের ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও বিএনপি চেয়ারপারসর বেগম খালেদা জিয়া।


     এই বিভাগের আরো খবর