,

আগামী ১ মার্চ থেকে শুরু ৩ দিন ব্যাপি দেওয়ান মাহবুব রাজার ওরস মোবারক

এম.এ মমিন ॥ আগামী ০১, ০২ ও ০৩ মার্চ রবি, সোম ও মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে শাহ্ সুফী হযরত খাজা দেওয়ান মাহবুব রাজা চিশতিয়া (রঃ) এর ১৩ তম পবিত্র ওরস মোবারক। ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সহিত পবিত্র ওরস মোবারক মহাসমারোহে উদযাপনের লক্ষ্যে হবিগঞ্জ-বানিয়াচঙ্গ সড়ক সংলগ্ন কামড়াপুর ব্রীজের অর্ধ কিলোমিটার উত্তরে উমেদনগর মাজার শরীফ প্রাঙ্গন ব্যাপক সংস্কার, উন্নয়ন কার্যক্রম ও বর্ণাঢ্য আয়োজন শেষ পর্যায়ে। ওরস মোবারকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভক্তবৃন্দ এবং আশেকানরা যাতে জিয়ারত সুশৃঙ্খল ও নির্বিঘেœ সুসম্পন্ন করতে পারে সেভাবে মাজার প্রাঙ্গনে দিক নির্দেশনা দিয়ে সাজানো হয়েছে। ০১ মার্চ ১৭ ফাল্গুন রবিবার বিকাল ২টায় মাজার শরীফ গোসল ও গিলাপ ছড়ানো, বাদ মাগরিব মিলাদ মাহফিল ও কোরআনখানি তৎপর সারারাত জিকির আছকার এবং মুর্র্শিদী মারফতি আধ্যাত্বিক সামার মাহফিল। পরদিন সোমবার বাদ ফজর কোরআনখানি, বাদ মাগরিব মিলাদ মাহফিল শেষে পূর্বরাতের কর্মসূচীকে অনুসরণ অনুকরণ করতে হবে। পরদিন ৩ মার্চ মঙ্গলবার পূর্বদিনের ন্যায় সকল কর্মসূচী অনুসরণ ও অনুকরণীয়। ৪ মার্চ বুধবার বাদ ফজর কোরআনখানি, মিলাদ মাহফিল, তৎপর আখেরী মোনাজাত এবং তরাবক বিতরণ। হবিগঞ্জের শাহ্ সুফী হযরত খাজা দেওয়ান মাহবুব রাজা চিশতিয়া (রঃ) এর মাজার শরীফ ওয়াকফ এস্টেট এর অফিসিয়াল মোতাওয়াল্লি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুর রউফ জানান, পবিত্র ওরস মোবারক চলাকালে মাজার শরীফ এর ভাবমূর্তি ক্ষুন্ন হয় বা পবিত্রতা নষ্ট হয় বা অনৈসলামিক অথবা অসামাজিক কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে সকল প্রকারের প্রস্তুতি নিয়েছে মাজার কমিটি। তিনি জানান মাজারের সার্বিক আইন শৃংখলা ও দেখভালে পর্যাপ্ত র‌্যাব, পুলিশ ছাড়াও ৪ জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। মহাগ্রাম বানিয়াচঙ্গ রাজবংশের অন্যতম আধ্যাত্বিক সাধক দেওয়ান মাহবুব রাজার মাজার জিয়ারত ও পরিদর্শন করে হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচঙ্গের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন জানান, মাজার প্রাঙ্গন সার্বিক সংস্কার উন্নয়ন করে চলাচলে শৃঙ্খলা আনয়নের ফলে ভাব গাম্ভীর্যের সাথে শান্তিপূর্ণভাবে জিয়ারতের সুযোগ সৃষ্টি হয়েছে। তাই তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


     এই বিভাগের আরো খবর