,

বাহুবলে ঠিকাদারের কাছে কমিশন না পেয়ে শ্রমিকদের উপর হামলা ॥ সরঞ্জাম ভাংচুর

জুয়েল চৌধুরী ॥ বাহুবল উপজেলার স্নানঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাঁদা না দেওয়ায় তিন শ্রমিককে পিঠিয়ে আহত করে ব্যবহৃত গাড়ি ও মালামাল ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সদর উপজেলার পূর্ব ভাদৈ গ্রামের শ্রমিক সমুজ আলী (২০), পশ্চিম ভাদৈ গ্রামের শ্রমিক আলমগীর (২৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া তেতৈয়া গ্রামের সুজন (১৪) কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনা নিয়ে ওই এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। আহত সুত্রে জানা যায়, স্নানঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণ কাজ করছেন হবিগঞ্জ শহরের সুলতান মাহমুদপুরের মাসুক মিয়া। তার অধীনে ১০/১৫ জন শ্রমিক কাজ শুরু করে। কিন্তু স্কুল কমিটির সভাপতি ও সহ সভাপতিসহ প্রধান শিক্ষক ঠিকাদারের নিকট থেকে কমিশন নেয়ার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করে। ঠিকাদার মাসুক মিয়া কমিশন দিতে অপরাগতা প্রকাশ করলে কাজ করতে বাঁধা প্রধান করা হয়। বিষয়টি বাহুবল উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলীকে অবহিত করলে তার অনুমতিতে শ্রমিকরা ফের কাজ শুরু করে। গতকাল বুধবার ওই সময় উল্লেখিতরাসহ সহকারি শিক্ষক কাজে বাঁধা দেয়ার চেষ্টা করে। শ্রমিকরা কাজ বন্ধ না করলে কাজে ব্যবহৃত মিনি ট্রাকসহ কাজের সরঞ্জান ভেঙ্গে ফেলেন। এসময় শ্রমিকরা বাঁধা দিলে তাদেরকে মারপিট করে আহত করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


     এই বিভাগের আরো খবর