,

শিক্ষার মান উন্নয়ন বিষয়ক সমাবেশ ও আলোচনা সভা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের মাদ্রাসা পয়েন্ট মাস্টার ম্যানশনে গতকাল বিকালে মেরিট টিচিং সার্ভিস সেন্টারের উদ্যোগে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেরিট টিচিং সার্ভিস সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও বাউসা শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) হাফিজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য- সাংবাদিক আলী হাছান লিটনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং বাউসা ইউ/পি চেয়ারম্যান মোঃ আনোয়ারুর রহমান, বিশেষ অতিথি ছিলেন- হরিধরপুর শাহ তাঁজ উদ্দিন কুরেশী (রহ.) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন মিয়া, সমাজ সেবক কাওসার আহমেদ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাবেক সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, ৯নং বাউসা ইউ/পি যুব কল্যাণ ট্রাস্টের আহবায়ক মুহিবুর রহমান চৌধুরী, ইউ/পি যুবদল সভাপতি আল-হেলাল, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ তৈয়ব উল্লা, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বিভু আচার্য্য, সাবেক মেম্বার হাজী মোতাব্বির হোসেন আলম, ডিড রাইটার স্বপন চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগ নেতা রঞ্জিত ঘোষ। বাউসা জামে মসজিদের মোতায়াল্লি হাজী আঃ মতলিব, হাফিজিয়া মাদ্রাসার কোষাধ্যক্ষ এখলাছ আহমেদ, আতাউর রহমান চৌধুরী। এতে বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক ছুরুক মিয়া, জাহাঙ্গীর বখত চৌধুরী, সহকারি শিক্ষক সোহেল আহমেদ, মুহিনুর মিয়া, তোফাজ্জল হোসেন, আওয়ামীলীগ নেতা আবুল কালাম। সভায় উপস্থিত ছিলেন- অভিভাবক মোঃ মহসিন মিয়া, মোঃ রসিদ মিয়া, মোঃ সরাজ আলী, হানিফ মিয়া, চেরাগ আলী, আব্দুল আকবর, সুশান্ত চন্দ্র, শাহ ইমান আলী, গ্রামের মুরুব্বিয়ান ও যুব সমাজ ছাত্র-ছাত্রীদের সকল অভিভাবক প্রমুখ। বক্তাগণ বলেন- শিক্ষা মান উন্নয়ন সমাবেশ ও মেরিট টিচিং সার্ভিস সেন্টারের মাধ্যমে প্রতিষ্ঠাতা পরিচালক যে উদ্যোগ নিয়েছেন তা প্রসংশনীয়। আগামী দিনে মেরিট টিচিং সার্ভিস সেন্টারের নির্বাহী পরিচালক মঈনুল ইসলাম সহ সকল শিক্ষক-শিক্ষিকাকে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন।


     এই বিভাগের আরো খবর