,

‘ভারতে গরু জবাই নিষিদ্ধ করা হবে ॥

সময় ডেস্ক ॥ গোটা ভারতেই গরু জবাই নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং হিন্দু মৌলবাদী নেতা রাজনাথ সিং। চলতি মাসের গোড়ার দিকে মহারাষ্ট্র রাজ্যে বিজেপি নেতৃত্বধীন সরকার গরু জবাই নিষিদ্ধ করে একটি আইন পাস করে। পরে হরিয়ানা রাজ্যেও এ সংক্রান্ত আইন পাস হয়। এখন গরু জবাই নিষিদ্ধ হতে যাচ্ছে মধ্যপ্রদেশেও। রবিবার ইন্দোর শহরে জৈন ধর্মগুরুদের এক সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন। রাজনাথ বলেছেন, ‘ভারতে কোনোভাবেই গরু জবাই মেনে নেওয়া যায় না। দেশে গো-হত্যা নিষিদ্ধ করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। এ ব্যাপারে সহমত গড়ে তোলারও চেষ্টা করা হবে। বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও হরিয়ানার গোহত্যা নিষিদ্ধ করার প্রসঙ্গ উল্লেখ করে রাজনাথ জানিয়েছেন, এর থেকেই স্পষ্ট এ ব্যাপারে কেন্দ্রের এনডিএ সরকারের ইচ্ছা নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না। রাজনাথ আরও বলেন, ‘২০০৩-এ আমি যখন মন্ত্রী ছিলাম তখন কৃষিমন্ত্রণালয় গরু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করতে একটি বিল তৈরি করেছিলাম। কিন্তু সংসদে এই বিল পেশ করার সময়ই বিরোধীরা হই-চই শুরু করেন। এজন্য ওই বিল পাশ করানো সম্ভব হয়নি। তবে গোটা ভারতে গরু জবাই বন্ধ করার প্রতিশ্রুতি পূরণ করা রাজনাথের পক্ষে আপাতত সম্ভব হবে না বলেই মনে হয়। কেননা এ সংক্রান্ত বিল পাস করতে গেলে পার্লামেন্টের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা থাকা প্রয়োজন। কিন্তু লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠ নয়। এই বাস্তবতা স্বীকার করে তিনি বলেন,‘আপনার বিভিন্ন পত্র পত্রিকায় অবশ্যই পড়ে থাকবেন পার্লামেন্টে একটা বিল পাস করতে আমাদের কতটা কাঠখড় পোড়াতে হয়। ভারতের গোড়া হিন্দু সংগঠনগুলো নিজেদের পক্ষে জন সমর্থন গড়ে তুলতে বরাবরই গরু জবাই নিষিদ্ধ করার মত প্রতিশ্র“তি দিয়ে থাকে। মহারাষ্ট্রে শুধু গরু নয়, মহিষ জবাইও নিষিদ্ধ করা হচ্ছে। সমাবেশে জৈন ধর্মগুরু আচার্য শিভমুনি আসন্ন বাজেট অধিবেশনেই গোটা ভারতে গরু-মহিষ জবাই নিষিদ্ধ করে বিল আনার জন্য বিজেপি সরকারের প্রতি দাবি জানিয়েছেন। প্রসঙ্গত, ২০০৩ সালে ভারতের কৃষিমন্ত্রী থাকার সময়ও তিনি একবার গরু জবাই নিষিদ্ধ করার জন্য পার্লামেন্টে বিল এনেছিলেন। কিন্তু সেবারও তার সে প্রচেষ্টা সফল হয়নি।


     এই বিভাগের আরো খবর