,

নবীগঞ্জে স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ইউনাইটেড আইডিয়াল সোসাইটি’র উদ্যোগে

শেখ আবুল হোসেন ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইউনাইটেড আইডিয়াল সোসাইটি’র উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছ। গতকাল ৩১ মার্চ মঙ্গলবার মাধ্যমিক বিদ্যালয় সমূহের অংশগ্রণে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে নবীগঞ্জ জে.কে মডেল উচ্চ বিদ্যলয়কে পরাজিত করে বাক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় বিচারকের দায়ীত্ব পালন করেন নবীগঞ্জ জে.কে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম, হোমল্যান্ড আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক তাপস আচার্য্য, বাক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, নবীগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোঃ রেজাউল আলম। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়ত্বি পালন করেন নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী আমজদ মিলন। চরম উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা শেষে ইউনাইটেড আইডিয়াল সোসাইটি’র সভাপতি মুজাহিদ আলম চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজমা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, সংগঠনের উপদেষ্টা ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু ছিদ্দিক, সংগঠনের উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরী, আইডিয়াল ক্রীড়া উন্নয়ন সংসদের উপদেষ্টা ও পৌর স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মাজহারুল ইসলাম অপু। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কার্তীক শীল, যুগ্ম সম্পাদক নওষাদ আহমেদ আষার, শিক্ষা ও সমাজকল্যান সম্পাদক বিপুল চন্দ্র দাশ, দপ্তর সম্পদক রুপক দেব, প্রচার সম্পাদক আরিফুল হক রুপন, সিনিয়র সদস্য রেদোয়ান আলী জন (মার্শাল জন), মোঃ আবিদুর রহমান, আইডিয়াল ক্রীড়া উন্নয়ন সংসদের সাধারণ সম্পদক শেখ আবুল হোসেন, অর্থ সম্পাদক নিকলেশ দাশ, সিনিয়র সদস্য সৈয়দ জহিরুল ইসলাম, সৈয়দ তুহিন, মোঃ সাইদুর রহমান প্রমূখ।


     এই বিভাগের আরো খবর