,

এক ইলিশের দাম ১৬ হাজার টাকা!

সময় ডেস্ক ॥ মাওয়ায় মঙ্গলবারএক ইলিশ পাইকারি বাজারে বিক্রি হয়েছে ১৬ হাজার টাকায়। ২ কেজি ২শ’ গ্রাম ওজনের ইলিশটি প্রথমে আসে মাওয়ার ছানা রঞ্জন দাসের আড়তে। তিনি বিক্রি করেন মাছ বিক্রেতা গয়া নাথ দাসের কাছে। গয়ানাথ ১৬ হাজায় টাকার বিনিময়ে এটি ঢাকায় নিয়ে গেছেন বিক্রির জন্য। এই মাছটি ধরা পড়ে সুরেশ্বরের কাছে পদ্মা নদীতে। মাওয়া মৎস্য আড়তের বড় পাইকার ভজন দাস জানান, এ বছরের মাওয়ার সবচেয়ে বড় ইলিশ এটি। এত বড় ইলিশের সচরাচর দেখা মিলে না। দেশের অন্যতম এই মৎস্য আড়তে এখন প্রতিদিন গড়ে ৩০ হাজার পিস ইলিশ বিক্রি হচ্ছে পাইকারি। এর বেশিরভাগই যাচ্ছে ঢাকা ও আশপাশের বাজারে। সামনে পয়লা বৈশাখের কারণে ইলিশের বাজারে এক রকম আগুন। ইলিশ কিনতে প্রতিযোগিতা লেগে যাচ্ছে। মঙ্গলবার এখানে এক কেজি ওজনের একহালি ইলিশ গড়ে ১৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। অথচ এক সপ্তাহ আগেও এই ইলিশ এখানে সর্বোচ্চ তিন থেকে চার হাজার টাকায় বিক্রি হয়েছে। দাম বেড়ে যাওয়ার কারণ হচ্ছে বাংলা নববর্ষ ও পান্তা ইলিশ। আরও বেড়ে যাওয়া ও সঙ্কটের শঙ্কায় অনেকেই আগে এই ইলিশ কিনে ফ্রিজে বা হিমাগারে মজুদ করছে। মাওয়ায় বিভিন্ন সাইজের ইলিশ মিলছে। তবে ছোট আকারের ইলিশের দাম অপেক্ষাকৃত কম। আধা কেজি ওজনের প্রতি এক হালি ইলিশ বিক্রি হয়েছে দুই হাজার টাকা হালি দরে। নানা ধরনের নদীর মাছ এখানে বিক্রি হচ্ছে। তবে গত কয়েকদিন ধরে মূল আকর্ষণ ইলিশ। ভোর সাড়ে ৫টা থেকে বিক্রি ধুম পরে যায় চলে সকাল সাড়ে ৭টা পর্যন্ত। এদিকে, এই মৎস্য আড়তে ২২ কেজি ওজনের একটি কচ্ছপ বিক্রি হয়েছে। বিশাল কচ্ছপটি মাত্র ১২ হাজার টাকায় কিনেছেন মাছ বিক্রেতা জাহাঙ্গীর হোসেন। এটি মাওয়ায় পানিতে রাখা হয়েছে। ২/১ দিনের মধ্যেই ঢাকায় নেওয়া হবে। এটি শরীয়তপুরের কাছে পদ্মা নদীতে ইলিশের জালে ধরা পড়ে।


     এই বিভাগের আরো খবর