,

নবীগঞ্জে হরিনগর গ্রামে বিদ্যুৎ লাইন উদ্বোধন ২০২১ সালের মধ্যে শতভাগ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা হবে….এমপি কেয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ সিলেট বিভাগের দায়িত্বে নিয়োজিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-সম্পাদক এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে নিরলসভাবে কাজ করছে শেখ হাসিনার সরকার। স্বাধীনতা বিরোধী শক্তি দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করে দেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করার ষড়যন্ত্র করছে। ৭১ এর চেতনায় সেই অপশক্তিকে প্রতিহত করতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার চলছে, বর্তমান সরকার অভিযুুক্তদের বিচার নিশ্চিত করেছে। আদালতের রায় কার্যকর করছে। তিনি বলেন, কোন ষড়যন্ত্রে কাজ হবেনা, বাংলার মাটিতে যুদ্ধাপরাধী এবং ঘাতক চক্রের টাই হবেনা। স্ব-নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে উন্নয়নের মডেল হিসেবে কাজ করছে সরকার। আওয়ামীলীগ কথা ও কাজে বিশ্বাস করে। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য শেখ হাসিনা সরকারকে সর্বাত্বক সহায়তার আহবান জানান। গতকাল বিকেলে উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের হরিনগর গ্রামে বিদ্যুৎ লাইন সরবরাহ কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আকতার হোসেন ছোবা মিয়া’র সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা দুদু মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ সুলেমান মিয়া। স্বাগত বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মেহের আলী মহালদার। উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি এডভোকেট ফারুক আহমদ, এরিয়া পরিচালক শফিউল আলম হেলাল, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর রিজভী আহমদ খালেদ, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ জমসেদ মিয়া, নিজাম উদ্দিন প্রমূখ। আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার মোঃ আলতাব উদ্দিনের তরফ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক তোলে দেন তার পুত্র মোঃ রাজু মিয়া। এছাড়াও হরিনগর গ্রামবাসীর তরফ থেকে প্রধান অতিথি মোঃ সোলেমান মিয়াকে সম্মাননা স্মারক তোলে দেয়া হয়। উল্লেখ্য, স্বাধীনতা পরবর্তী বঞ্চিত জনপদের লোকজন বিদ্যুৎ সংযোগের প্রতিশ্র“তি দ্রুত বাস্তবায়নের জন্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর ডিও’র ভিত্তিতে উল্লেখিত ইউনিয়নের হরিনগর, কাজীরগাঁও এবং বাগাউড়ায় বিদ্যুৎ সংযোগের কাজ দ্রুত গতিতে চলছে। সাবেক ইউপি চেয়ারম্যান আকতার হোসেন ছোবা মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মোঃ আলতাব উদ্দিন এবং সাবেক ইউপি সদস্য মোঃ জমশেদ মিয়াসহ এলাকার লোকজন বিদ্যুৎ সংযোগ কার্যক্রমের তদারকি করছেন।


     এই বিভাগের আরো খবর