,

হবিগঞ্জে মে দিবস উপলক্ষ্যে সিএনজি মালিক সমিতির র‌্যালী

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষধ এর উদ্দোগে এক র‌্যালী হবিগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হবিগঞ্জ সদর সি.এন.জি স্ট্যান্ডে মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, খায়রুল আলম, শাহাবুদ্দিন, এম.এ হাকিম, জিতু মিয়া, রেজাউল করিম, পারভেজ কামাল, সদর উপজেলা শ্রমিক নেতা স্বপন আহমেদ, তানভীর আহমেদ জুয়েল, হাবিব আহমেদ, ফয়েজ আহমেদ, আমিরুল, বাবুল, আইয়ূব খান, উজ্জল প্রমুখ। বক্তারা মে দিবসের গুরুত্ব তুলে বলেন, ১২৯ বছর আগে শ্রমিকের রক্তে অর্জিত অধিকারের জন্য আজও সংগ্রাম করে চলেছে শ্রমিকেরা। কথায় কথায় শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা, অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর, চরম অপমান-গঞ্জনা এখনো নিত্য ঘটনা। আর এসব অবর্ণনীয় শোষণ, নির্যাতনে শ্রমিকদের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন শ্রমিকরা ফেটে পড়ে তীর্ব্র বিক্ষোভ ও আন্দোলনে। শ্রমিকদের ন্যায্য আন্দোলনের ওপর নেমে আসে দমন নির্যাতন। মে দিবস সম্পর্কে বেশিরভাগ শ্রমিকই অবগত নয়। যাদের অধিকার প্রতিষ্ঠার দিন, সেসব শ্রমজীবী মানুষের কাছে দিনটির তাৎপর্য আজও ভালভাবে পৌঁছায়নি। ফলে তাদের অধিকার সম্পর্কে তারা এখনও রয়েছে অন্ধকারে। তাই প্রত্যেক শ্রমিককে তাদের অধিকার সর্ম্পকে সচেতন হতে হবে।


     এই বিভাগের আরো খবর