,

নবীগঞ্জে প্রবাসী কর্তৃক নলকুপ স্থাপন

রাকিল হোসেন ॥ ‘নবীগঞ্জে পুকুরের পানি পান করছেন কয়েকটি পরিবার। শিশুরা আক্রান্ত হচ্ছেন পানিবাহিত রোগে’ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখাটি প্রচার করা হলে লন্ডন প্রবাসীরা ওই বাড়িতে ২টি নলকুপ অনুদান দিয়েছেন। গতকাল শুক্রবার নলকুপগুলো স্থাপনের কাজ শুরু হয়েছে। সরেজমিন পরিদর্শনকালে জানা যায়, নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড় ভাকৈর (৩য় পৃষ্টায় দেখুন) (পূর্ব) ইউনিয়নের বাগাউড়া গ্রামের হত দরিদ্র আব্দাল মিয়াসহ তার বাড়ির ৫টি পরিবার দীর্ঘ দীন ধরে পুকুরের পানি পান করে আসছেন। তাই পার্শ্ববর্তী একটি পুকুরের পানিই তাদের এক মাত্র সম্বল। বাড়ির মহিলারা পাশের একটি পুকুর থেকে পানি নিয়ে আসেন। আর এই পুকুরের পানি দিয়েই চলে তাদের রান্না, খাওয়া সব কিছু। তাদের বাড়িতে রয়েছে একটি ডুবা (খাল)। অপরিচ্ছন্ন ওই ডুবাতেই তারা গোসল করেন। এতে করে শিশুসহ প্রায় সবাই আক্রান্ত হচ্ছেন পানিবাহিত রোগে। প্রায়ই তাদেরকে চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিতে আসতে দেখা যায়। সম্প্রতি সাংবাদিক রাকিল হোসেন সরেজমিন পরিদর্শন করে ফেসবুকে তার আইডিতে সংবাদটি পোষ্ট করেন। এরই প্রেক্ষিতে জনৈক লন্ডন প্রবাসী (নাম প্রকাশে অনিচ্ছুক) এ প্রতিনিধির মাধ্যমে আব্দাল মিয়ার বাড়িতে একটি নলকুপ প্রদান করেন। গতকাল শুক্রবার নলকুপ স্থাপনের কাজ শুরু হয়েছে। ওই বাড়িতে আরও ৩ জন প্রবাসী যৌথভাবে আরেকটি নলকুপ দিয়েছেন। এক সাথে দু’টি নলকুপই স্থাপন করা হবে। আব্দাল মিয়া জানান, যারা এই মানব সেবায় এগিয়ে আসলেন, তাদের ঋণ কোন দিন শোধ হবার নয়। তবে দোয়া করি রোজ কিয়ামতের দিন যেন মহান আল্লাহ তায়ালা তাদেরকে মহা পুরস্কার দান করেন।


     এই বিভাগের আরো খবর