,

নেপালে ফের দুটি ভূমিকম্পের আঘাত, নিহত বেড়ে ৮,০০০

সময় ডেস্ক ॥ নেপালে গতকাল আরও দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির স্থানীয় সময় রাত ২টা ১৯ মিনিটে রিখটার স্কেলে ৪ মাত্রার প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। এরপর ভোর ৬টা ১৭ মিনিটে ৫ মাত্রার অপর একটি ভূমিকম্প আঘাত হানে। ন্যাশনাল সিসমোল জিক্যাল সেন্টার বলছে, প্রথম ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিন্ধুপালচক জেলায় এবং দ্বিতীয়টির উৎপত্তিস্থল ছিল দোলাখা অঞ্চলে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮,০০০ জনে। আহত হয়েছেন ১৬,৩৯০ জন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। নতুন করে আঘাত হানা পরাঘাতে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। ভূমিকম্পে সবচেয়ে মারাত্মকভাবে আক্রান্ত জেলা সিন্ধুপালচকে প্রায় ৩ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। রাজধানী কাঠমান্ডুতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,২০৯ জনে। গত ২৫শে এপ্রিল নেপালে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে আসে দেশটিতে। এরপর একের পর এক পরাঘাতে (আফটার শক) সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে নেপাল। এ পর্যন্ত ভূমিকম্প পরবর্তী প্রায় ১৫০টি ভূকম্পন অনুভূত হয়েছে রাজধানী কাঠমান্ডু ও পোখারা অঞ্চলে। প্রথম পরাঘাতটি ছিল ৬ দশমিক ৬ মাত্রার। তাছাড়া পরবর্তী ভূমিকম্পগুলো ছিল রিখটার স্কেলে ৪ থেকে সাড়ে ৫ মাত্রার মধ্যে।


     এই বিভাগের আরো খবর