,

এস.এস.সি পরীক্ষার ফল প্রকাশ ৩০ মে

স্টাফ রিপোর্টার ॥ ২০১৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৩০ মে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদ সম্মেলন করে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের পরীক্ষা শেষ হয়েছে এপ্রিল মাসের ৪ তারিখ। এই জুন মাসের ৩ তারিখ ৬০ দিন পূর্ণ হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে আমরা ৩০ মে তারিখ নির্ধারণ করে এসেছি। ওইদিন সকাল ১০ টায় গণভবনে আমরা এসএসসি ও সমমানের পরীক্ষার ফল মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিবো।’ পরে দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে বলেও জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ বছর আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে ১১ লাখ ১২ হাজার ৫৯১ জন, মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে দুই লাখ ৫৬ হাজার ৩৮০ জন এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে এক লাখ ১০ হাজার ২৯৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।


     এই বিভাগের আরো খবর