,

নবীগঞ্জে মোটরসাইকেল ও পিকআপ ভ্যান গাড়ীর মুখোমুখী সংঘর্ষে গুরুত্বর আহত ৩

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুর নামক স্থানে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল আরোহী সাইফুর রহমান (২৬), আবুল বাশার আজাদ (১৭) ও শফিল উদ্দিন (২৭) নামের ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরক করা হয়েছে। তাদের অবস্থা আশংকা জনক বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাগেছে। আহতদের বাড়ি উপজেলার হালিতলা (বারৈকান্দি) গ্রামে। তারা কুর্শি ইউপির ফুটারমাটি গ্রামে কনে দেখে বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় পতিত হয়। আহত আবুল বাশারকে আইসিইউতে লাইফ সার্পোটে রাখা হয়েছে বলে পরিবারের লোকজন জানিয়েছেন। জানা যায়, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা (বারৈকান্দি) গ্রামের আব্দুল মন্নাফের ছেলে শফিল উদ্দিন কনে দেখার জন্য একই গ্রামের সহপাটি আব্দুর রউপের ছেলে সাইফুর রহমান ও আবুল কালাম আজাদের ছেলে আবুল বাশার আজাদকে নিয়ে মটর সাইকেল (সিলেট হ-১২-৭৫৬৮) যোগে কুর্শি ইউপির ফুটারমাটি গ্রামে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের পৌর বাসষ্ট্যান্ডের নিকট পৌছলে নবীগঞ্জ থেকে ছেড়ে আসা আউশকান্দি অভিমুখী একটি পিকআপ ভ্যান গাড়ীর সাথে মূখোমূখী সংঘর্ষে সাইকেলটি দুমড়ে মূছড়ে যায়। এতে ৩ আরোহী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন মূর্মূষ অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সংকাটাপন্ন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। দূর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান গাড়ীটি সদর ইউপির চৌশতপুর এলাকার মিজানুর রহমানের বলে জানাগেছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খান’র নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছেন। এবং দূর্ঘটনা কবলিত মোটর সাইকেল ও ঘাতক ভ্যান গাড়ীটি আটক করেছে পুলিশ। এদিকে আহত ৩ জনের মধ্যে আবুল বাশার আজাদের অবস্থা আশংকা জনক। তার মাথায় অপারেশন করা হয়েছে এবং প্রচুর রক্তক্ষরন হওয়ায় একাধিক ব্যাগ রক্ত দেয়া হয়েছে। রির্পোট লেখা পর্যন্ত বাশারকে লাইফ সার্পোটে রাখা হয়েছে।


     এই বিভাগের আরো খবর