,

নবীগঞ্জে বিয়াম ল্যাবরেটরী স্কুল নির্মাণে মত বিনিময় সভা অনুষ্ঠিত

এম,এ আহমদ আজাদ ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারের সন্নিনিকটে মিঠাপুর মৌজার সরকারী খাস খতিয়ানের ৭০শতক অকৃষি খাস ভূমির উপর সম্পূর্ন সরকারী তত্বাবধান ও অর্থায়নে “বিয়াম ল্যাবরেটরী স্কুল” ভূমি মন্ত্রনালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ৬ মে ঐ প্রজ্ঞাপনে বলা হয় ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা-১৯৯৫ এর ৩০(গ) অনুচ্ছেদ মোতাবেক প্রস্তাব অনুমোদন তারিখের পূর্ববর্তী ১২ মাসে একই শ্রেনীর জমি ক্রয়-বিক্রয় দলিলের গড় মূল্যেও ভিত্তিতে নির্ধারিত মূল্যেও ১০% হারে সেলামি ধার্য ও আদায় পূর্বক “বিয়াম ল্যাবরেটরী স্কুল”নবীগঞ্জ শাখার অনূকুলে শর্তে দীর্ঘ মেয়াদি বন্ধোবস্ত প্রদানে সরকার সিন্ধান্ত গ্রহন করেছে।“বর্নিত জমি যে উদ্দ্যেশ্যে বন্ধোবস্ত দেয়া হয়েছে, সে উদ্দ্যেশ্য ব্যতীত অন্যকোন উদ্দ্যেশ্যে ব্যবহার করা যাবে না”কিন্তু প্রজ্ঞাপন কে আড়াল করে কয়েকজন লন্ডন প্রবাসী নিজেদের নামে লীজ নিয়ে তাদের এবং ইউকে ট্রাষ্ট নবীগঞ্জের অর্থায়নে স্কুল করছেন বলে এলাকায় প্রচার করা হয়। এদিকে লন্ডন থেকে ইউকে ট্রাষ্ট নবীগঞ্জের সদস্য মুহিবুর রহমান হারুন, মনসুর আলম ও ফরহাদুল ইসলাম চৌধুরী টেলিফোনে এলাকাবাসীকে জানান যে ইউকে ট্রাষ্ট নবীগঞ্জ এখানে কোন স্কুল নির্মান করছে না ক্ষতিপয় ব্যক্তি নিজের স্বার্থে তাদের নামে লীজ নিয়ে স্কুল নির্মানের পায়তারা করছে। এই নিয়ে ভূমির পূর্বের দখলদার ও মালিকানা দাবিদারদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ১৩ জুন সন্ধ্যায় এলাকাবাসীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। ভূমির মালিক দাবিদার ও দখলদারগন এলাকাবাসীকে জানান যদি সরকারী ভাবে স্কুলের নামে জায়গা নিয়ে সরকারী স্কুল করা হয় তাদের কোন আপত্তি থাকবে না। আর কোন ব্যক্তি যদি নিজের নামে এই জায়গা লীজ নিয়ে স্কুল করতে চায় এলাকাবাসীকে সাথে নিয়ে প্রতিবাদ করা হবে। এনিয়ে চরম উত্তেজন দেখা দিলে জেলা প্রশাসককে ঘটনাটি অবগত করা হয়। জেলা প্রশাসক গতকাল শনিবার বিকালে এনিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেন। “বিয়াম ল্যাবরেটরী স্কুল” পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেভিনিউ শফিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন, আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান দিলাওর হোসেন, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুরশেদ আহমদ, সিনিয়র সাংবাদিক এম,এ আহমদ আজাদ, হাজী আতাউর রহমান, শফিউল আলম হেলাল, আমিনুর রহমান নোমান, ব্যবসায়ী আব্দুল মুকিত, হাজী শাহানূর আলম, গোলাম রব্বানী, হাজী সুহুল আমীন, মহসিন আহমদ, ফকির ফজলু মিয়া, আব্দুল জব্বার, কাছন মিয়া, আব্দুল হামিদ নিকসন, হাজী মসুদ মিয়া, কনর মিয়া, শেখ সালাম, হাজী আব্দুর রউফ, শ্রমিক নেতা দিলশাদ মিয়া, লেবু মিয়া, ফুল মিয়া প্রমূখ। সভায় বিস্তারিত আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ৫ জনের নাম ঘোষনা করে তাদের সবার সাথে সম্বনয় করে “বিয়াম ল্যাবরেটরী স্কুল” বাস্তবায়ন পরিষদ গঠনের জন্য বলেন এবং আগামী ১৭ জুন জেলা প্রশাসক জয়নাল আবেদীন “বিয়াম ল্যাবরেটরী স্কুল”এর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন বলে জানানো হয়। পরবর্তীতে “বিয়াম ল্যাবরেটরী স্কুল”পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ জেলা প্রশাসক রেভিনিউ শফিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন, সবাইকে সাথে নিয়ে “বিয়াম ল্যাবরেটরী স্কুল” এর ভিত্তি প্রস্তর স্থাপন স্থান পরিদর্শন করেন। সভায় আরো জানানো হয় যে সম্পূর্ন সরকারী তত্বাবধানে “বিয়াম ল্যাবরেটরী স্কুল”এর নির্মান কাজ হবে এখানে কোন ব্যক্তির প্রধান্য থাকবে না। এলাকাবাসীর স্বার্থে সবাইকে নিয়ে কাজ করা হবে। কোন ব্যক্তির নামে ভূমি লীজ বা স্কুল নির্মান করা হবে না। কেউ একক এই স্কুল নির্মান করছেন না। প্রয়োজনে এলাকাবাসী যে কেউ টাকা দিয়ে দাতা সদস্য হতে পারবেন। স্কুল নির্মানের জন্য একটি বাস্তবায়ন পরিষদ গঠন করা হবে। পূর্বে গঠিত কমিটি বাতিল করে নতূন আঙ্গিকে স্বচ্চতার ভিত্তিতে কমিটি করা হবে। এই স্কুলের ভূমি কোন ব্যক্তির নামে লীজ গেলে ইউএনও সবার আগে এলাকাবাসীর পক্ষে প্রতিবাদ জানাবেন বলে সভায় ঘোষনা দেয়া হয়।


     এই বিভাগের আরো খবর