,

লাখাইয়ে স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিলেন এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডেভোকেট মো: আবু জাহির বলেছেন, খেলাধূলা মানুষের শরীর ও মন দু’টোই ভাল রাখে। প্রতিটি মানুষেরই অন্যান্য কাজের পাশাপাশি খেলাধূলা করা প্রয়োজন। বর্তমান আওয়ামী লীগ সরকার খেলাধূলার প্রতি গুরুত্ব দেওয়ায় বাংলাদেশ খেলাধূলায় অনেক এগিয়ে যাচ্ছে। গতকাল বুধবার লাখাই উপজেলার বামৈ উচ্চ বিদ্যালয় মাঠে এমপি আবু জাহির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের ছেলেরা গত বিশ্বকাপ ক্রিকেটে অনেক ভাল করেছে। তারা দিনদিন এগিয়ে যাচ্ছে এবং আরো এগিয়ে যাবে। তিনি আশা প্রকাশ করে বলেন, আমি আশা করি আগামী কয়েক বছরের মধ্যে ক্রিকেটের মত বিশ্বকাপ ফুটবলেও বাংলার ছেলেরা অংশগ্রহণ করবে। তাদের এগিয়ে নিতে যা করা প্রয়োজন শেখ হাসিনার সরকার তা করবে। তিনি আরো বলেন, লাখাই অঞ্চলের ছেলেদের জাতীয় পর্যায়ে খেলার স্বপ্নকে আরো একধাপ এগিয়ে নিতে আমি লাখাই উপজেলায় একটি স্টেডিয়াম নির্মাণ করবো ইনশাল্লাহ। হারুনুর রশিদ নাঈম’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, পিপি এডভোকেট এম. আকবর হোসেইন জিতু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুর্শেদ কামাল চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছা আক্তার, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুল আলম মাহফুজ, চেয়ারম্যান মো. নুরুজ মোল্লা, মো: সিরাজুল ইসলাম, আব্দুল হাই কামাল, শাহ্ মো: রেজা উদ্দিন দুলদুল, মাস্টার এমএ মতিনসহ এলাকার বিশিষ্ট মুরুব্বিগণ এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ খেলাটি উপভোগ করেন। এমপি আবু জাহির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কাটিহারা পল্লী উন্নয়ন সংসদকে ০-২ গোলে পরাজিত করে বামৈ পশ্চিম গ্রাম দল চ্যাম্পিয়নের সম্মান অর্জন করে। প্রসঙ্গত, খেলাটির আয়োজন করে- পশ্চিম বামৈ দিগন্ত সংসদ।


     এই বিভাগের আরো খবর