,

হবিগঞ্জে টয়লেটে নিয়ে শ্লীলতাহানি চেষ্টা আহত ১ভুয়া সাংবাদিক ও আইজীবি আটক

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে ছিনতাইয়ের সময় ভূয়া আইনজীবি ও সাংবাদিক শাহজাহান (৩৫) তার শিষ্য করিম (২৫) কে আটক করেছে জনতা। পরে গণধোলাই দিয়ে তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। শাহজাহান অনন্তপুর এলাকার এডভোকেট আঞ্জব আলী ও করিম সুলতান মাহমুদপুর এলাকার চোরা কাদিরের পুত্র। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের মস্তফা মিয়ার স্ত্রী সামছিয়া বেগম (৩০) অসুস্থ হয়ে গত ২/৩ দিন ধরে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল ওই সময় সামছিয়া হাসপাতালের বারান্দায় বসে থাকলে ভূয়া আইনজীবি ও সাংবাদিক শাহজাহান তার শিষ্য করিমসহ ২/৩ জন দালাল তাকে গিয়ে বলে আমি সাংবাদিক শাহজাহান। আপনার বিরুদ্ধে অভিযোগ আছে সংবাদ প্রকাশ করা হবে। এই বলে তাকে কৌশলে হাসপাতালের টয়লেটে নিয়ে যায়। সেখানে তার ২টি মোবাইল ফোন, ১৫ হাজার টাকা ও ২টি স্বর্ণের কানের দুল হাতিয়ে নেয় তার পর সামছিয়াকে শ্লীলতাহানির চেষ্টা চালায়। সামছিয়ার চিৎকারে হাসপাতালের লোকজন শাহজাহান ও করিমকে আটক করে। এসময় তাদের দালালরা পালিয়ে যায়। তাদের আঘাতে সামছিয়া আহত হয়। পরে গণধোলাই দিয়ে সদর থানায় সোপর্দ করলে শাহজাহানের আরো অপকর্মের কাহিনী বেরিয়ে আসতে শুরু করে। পুলিশ জানায় তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও চুরি ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। সে কখনো আইনজীবি, সাংবাদিক ও পুলিশ পরিচয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। এসব অভিযোগে সে পুলিশের হাতে বহুবার আটক হয়ে কারাগারে যায়। আইনের ফাকঁ দিয়ে বেরিয়ে এসে এসব ধান্ধাবাজি ব্যবসায় জড়িয়ে পড়ে। তার সাথে আর কোন ভূয়া সাংবাদিক জড়িত রয়েছে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে নাম বের করে তাকেও ধরা হবে। এদিকে ধান্ধাবাজ শাহজাহান ও তার সহযোগীদের দেখার জন্য থানায় উৎসুক জনতার ভিড় জমে। এ ব্যপারে সদর থানা ওসি নাজিমউদ্দীন জানান, আটককৃতদের কে আজ সোমবার কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।


     এই বিভাগের আরো খবর