,

প্রজাতন্ত্রের কর্মকতা কর্মচারীদের জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে ……………..জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক সাবিনা আলম বলেছেন, বর্তমান সরকার দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার ভিশন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এ ভিশন বাস্তবায়নে প্রজাতন্ত্রের সর্বস্থরের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে। প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারীদের কর্মপরিধি নির্ধারণ করা আছে। সকলকে শতভাগ দায়িত্ব পালনে সচেষ্ট থাকতে হবে। সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। জনগণকে সেবার পেছনে দৌঁড়ানো যাবে না। এমনটি হলে কাউকেই রেহাই দেয়া হবে না। তিনি গতকাল বাহুবল উপজেলা পরিষদ মিলনায়তনে জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, সকল বিভাগের কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করছিলেন। উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুমনা আল-মজীদ। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির চৌধুরী, মডেল থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার ডা: আবুল হোসেন, চেয়ারম্যান শাহ মাহবুবুর রহমান শফিক, মুত্তাছির মিয়া, হাবিবুর রহমান চৌধুরী টেনু, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: সুলায়মান খান, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়া ও বাহুবল মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম. সামছুদ্দিন প্রমুখ।


     এই বিভাগের আরো খবর