,

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার শামছুল ইসলাম এর বিদায় সংবর্ধনা

মাওঃ হাবিবুর রহমান ॥ বানিয়াচঙ্গের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই বৃহস্পতিবার বানিয়াচঙ্গ উপজেলা পরিষদ আয়োজিত পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশীর আহমদ। বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন এর পরিচালনায় ও সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন বানিয়াচং সদর দক্ষিণ পূর্ব ইউ.পি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান ও গীতা পাঠ করেন ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রমনী মোহন পাল। সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান (ধনমিয়া)। বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ রায়হানুর হারুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, চেয়ারম্যান মঞ্জু কুমার দাস, চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, চেয়ারম্যান এনাম খান চৌধুরী ফরিদ, চেয়ারম্যান আনোয়ার হোসেন, চেয়ারম্যান নুরুল ইসলাম, চেয়ারম্যান রফিকুল ইসলাম পাশা, চেয়ারম্যান খোয়াজ আলী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারিক মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মস্তফা ইকবাল আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকরানা, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: কাওছার রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল খালেক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কুতুব উদ্দিন চৌধুরী, বানিয়াচং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির আখন্দ, পশু সম্পদ কর্মকর্তা ডা: আবুল কাসেম, প্রাথমিক শিক্ষা অফিসার মিহির লাল আচার্য্য, ডিজিএম মিজানুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান মোঃ ইমরান মিয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রথীন্দ্র চন্দ্র দাস, প্রকৌশলী তারেকুল ইসলাম, আনছার ভিডিপি অফিসার অরুন বরুন রায়, পিআইও মেহেদী হাসান টিটু, সাংবাদিক তোফায়েল রেজা সোহেল, নজরুল ইসলাম, রায়হান উদ্দিন সুমন, ফায়ার সার্ভিস এন্ড সিভিল কর্মকর্তা ফজললু হক, বানিয়াচং আদর্শ কলেজ এর প্রিন্সিপাল মনসুর উদ্দিন, সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ বশীর আহমদ, বানিয়াচঙ্গ স্কাউট সভাপতি মাস্টার জাকির হোসেন, একটি বাড়ি একটি খামার সমন্বয়কারী তমাল তালুকদার, প্রধান শিক্ষক আবু তাহের, ইউ.পি সচিব বেলায়েত হোসেন সেলিম, শিক্ষক আলী রহমান, জীপ মালিক সমিতির সভাপতি মাহমুদ বিশ্বাস, কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ মহিউদ্দিন আগা খান, সংরক্ষিত মহিলা সদস্য শিরিকা বেগম, ইউডিসি উদ্যোক্তা ফোরামের সভাপতি আনছার আলী, প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষে মানপত্র পাঠ করেন সাধনা রানী সূত্রধর, কবিতা আবৃত্তি করেন আবু ছালেহ আহমদ। সভা শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশীর আহমদ ইউ.পি চেয়ারম্যানদের নিয়ে বিদায়ী ইউএনও মোহাম্মদ শামছুল ইসলামকে প্রাইজবন্ড ও ক্রেস্ট প্রদান করেন। পৃথক পৃথক ক্রেস্ট প্রদান করেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, বানিয়াচঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রথীন্দ্র চন্দ্র দাস, একটি বাড়ি একটি খামার সমন্বয়কারী তমাল তালুকদার, ইউডিসি উদ্যোক্তা ফোরামের সভাপতি আনছার আলী। পৃথক পৃথক প্রতিষ্ঠানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেষ্ট প্রদান করেন-সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সভাপতি রেজাউল মোহিত খান, শায়েখ আবুনছর কোরাইশী দাখিল মাদ্রাসা সভাপতি মাসুদ উল্লা খান সাজ্জাদ, উপজেলা কৃষি কর্মকর্তা স্ত’ফা ইকবাল আজাদ, বানিয়াচঙ্গ ব্যাংকার এসোসিয়েশন সভাপতি নিশিকান্ত দে।


     এই বিভাগের আরো খবর