,

সন্ত্রাসীদের জানাজা হারাম ঘোষণা

সময় ডেস্ক : ভারতের সুন্নি ওলামা ‘দারগাহ আলা’ এক ফতোয়ায় সন্ত্রাসীদের মৃতদেহের জন্য জানাজার নামাজ পড়া হারাম ঘোষণা করেছে। ভারতের বেরিলি অঞ্চলের সংগঠনটি সন্ত্রাসীদের জন্য জানাজার নামাজ হারামের কারণ হিসেবে তাদের নৃশংস ও অমানবিক কাজকে উল্লেখ করেছে। ফতোয়ায় বলা হয়েছে, সন্ত্রাসী এবং অশুভ লোক যারা জনগণের জান ও সম্পত্তির জন্য হুমকি স্বরূপ তাদের মৃত দেহের জন্য জানাজার নামাজ পড়া হারাম এবং তাদের জানাজার নামাজ ব্যতীতই দাফন করতে হবে। ভারতের সংখ্যালঘু সম্প্রদায়গুলোর মধ্যে সন্ত্রাসের বৃদ্ধি রোধের উদ্দেশ্যে এ ফতোয়া জারি করা হয়েছে। এছাড়াও সুন্নি ওলামা দারগাহ আলা মুসলমানদের ফেতরার অর্থকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানে প্রদানের আহ্বান জানিয়েছেন। এর আগেও বিশ্বের বিভিন্ন দেশের ইসলামী চিন্তাবিদরা সন্ত্রাস কখনো ইসলামে সমর্থনযোগ্য নয় এবং মানুষ হত্যার মত অপরাধকে জিহাদ হিসেবে চালিয়ে দেয়াকে বিভ্রান্তি ও ইসলামের বিরুদ্ধে আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টির উপায় হিসেবে অভিমত দেন।


     এই বিভাগের আরো খবর