,

দারুল হিকমাহ প্রতিটি পাবলিক পরীক্ষায় ঈর্ষনীয় ফলাফল অর্জন করে নবীগঞ্জের ভাবমুর্তি উজ্জল করে চলেছে….অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ গতকাল নবীগঞ্জ উপজেলার পূর্ব তিমিরপুর দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসায় ইবতিদায়ী ৫ম শ্রেণী সমাপনী, দাখিল ৮ম শ্রেণী সমাপনী ও দাখিল পরীক্ষায় গৌরবোজ্জল ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে অভিভাবক ও সূধী সমাবেশ অনুষ্টিত হয়। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও দৈনিক সময় পত্রিকার সম্পাদক মো: আলাউদ্দিন এর সভাপতিত্বে এবং মাদরাসার শিক্ষক হাফেজ মাও: লুৎফুর রহমানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম, মাদরাসার সাবেক সভাপতি, লন্ডন প্রবাসী মাও: এফ কে এম শাহজাহান, বিশিষ্ট শিক্ষানুরাগী মাষ্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাষ্টার সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন অত্র মাদরাসা ডেভেলপমেন্ট কমিটির সদস্য মাও: মুশাহীদ আলী, মাষ্টার আব্দুল মালিক চৌধুরী, সাইদুল হক চৌধুরী সাদিক, মাস্টার সিরাজুল ইসলাম, মাস্টার সোহেল আহমদ, নুরুল হক, হবিগঞ্জ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজী মহসিন আহমদ, নবীগঞ্জ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো: আমির উদ্দীন, আকিকুর রহমান, নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা সদস্য মরিয়ম বেগম, মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য নাসির আহমদ চেীধুরী, আজিজুর রহমান, আক্কাছ আলী, মাদরাসার অধ্যক্ষ মো: লুৎফুর রহমান, মাও: আব্দুর রকীব হক্কানী, মাও: আব্দুল কাদির হোসাইনী, মাও: রুহুল আমীন, কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট এর স্পন্সর ওমরপুর নিবাসী সৈয়দ আশরাফুল ইসলাম, মাদরাসার শিক্ষক মুফতী শফিকুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি মাদরাসার ধারাবাহিক সুন্দর রেজাল্টের প্রসংশা করে তার বক্তৃতায় বলেন, ম্যানেজিং কমিটি, শিক্ষকমন্ডলী ও অভিভাবক এর মাঝে সমন্বয় থাকলেই যে একটি প্রতিষ্টান দ্রুত উন্নয়ন করতে পারে তার উজ্জল প্রমাণ হল এই দারুল হিকমাহ। অত্র মাদরাসা প্রতিটি পাবলিক পরীক্ষায় ঈর্ষনীয় ফলাফল অর্জন করে, বিশেষ করে দাখিল পরীক্ষায় সিলেট বিভাগে ৩য় এবং জেডিসি পরীক্ষায় ৪র্থ স্থান অর্জনসহ ধারাবাহিকভাবে ৫ম, ৮ম ও দাখিল পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জন করে নবীগঞ্জের ভাবমূর্তি বহুগুণে উজ্জল করেছে। মাদরাসা শিক্ষাকে আধুনিক যুগোপযোগী করে সচেতন অভিভাবকদের দৃষ্টি আকর্ষনে সম্ভব হয়েছে। তিনি অত্র মাদরাসার অভিভাবক সমাবেশে বিপুল সংখ্যক অভিভাবকের উপস্থিতির ভুয়শী প্রশংসা করেন। তিনি মাদরাসার উন্নয়নে সবসময় পাশে থাকার ঘোষনা পূর্ণব্যক্ত করে দলমত নির্বিশেষে অত্র প্রতিষ্টানের উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান।


     এই বিভাগের আরো খবর