,

কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদ কর্তৃক শিক্ষকদের সাথে দুর্ব্যবহার ও অশালীন আচরণের বিরুদ্ধে শিক্ষক সমিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল সোমবার নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ খালেদ কর্তৃক ইউনিয়নের প্রাইমারী স্কুল শিক্ষকদের সাথে অশালীন আচরণ ও দুর্ব্যবহারের প্রতিবাদে উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে নবীগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি দিপ্তেন্দু নারায়ণ রায় এর সভাপতিত্বে ও সেক্রেটারী গোলাম রব্বানীর পরিচালনায় এতে সমিতির সাবেক সেক্রেটারী ও উপজেলা পুলিশিং কমিটির সেক্রেটারী শামীম আহমেদ চৌধুরী সহ সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকার শিক্ষক প্রতিনিধিবৃন্দ বক্তৃতা করেন। সভায় বিতর্কিত ইউ/পি চেয়ারম্যান খালেদের বিভিন্ন কর্মকান্ডের তীব্র নিন্দা ও সর্বসম্মতিক্রমে উপজেলা শিক্ষকদের পক্ষ থেকে বয়কটের আহ্বান জানানো হয় এছাড়া উপজেলা চেয়ারম্যানের নিকট সৈয়দ খালেদের বিরুদ্ধে আগামী কাল অভিযোগ পেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া এ বিতর্কিত চেয়ারম্যানের ডাকে কোন শিক্ষক না যাওয়া ও তাকে শিক্ষা সংশ্লিষ্ট কর্মকান্ড থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। উল্লেখ্য, গত ২৯ জুলাই বুধবার ইউ/পি সচিব কর্তৃক কয়েকজন প্রাইমারী শিক্ষকদের ইউনিয়ন অফিসে ডেকে নিয়ে চেয়ারম্যান তাদের সাথে দুর্ব্যবহার, তাহিরপুর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র গোপকে নাজেহাল ও সহকারী শিক্ষক সোহেল আহমেদকে দেখে নেয়ার হুমকী দেন। ব্যক্তিগত রেশারেশির জের ধরে চেয়ারম্যান শিক্ষক সোহেল আহমেদ সহ বিভিন্ন শিক্ষকের বিরুদ্ধে নানা ধরণের ব্যবস্থা গ্রহণের হুমকী দেন। এ ধরণের অপতৎরতা বন্ধ ও অশোভন আচরণের বিরুদ্ধে এ প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সিনিয়র সহ-সভাপতি কৃপেশ চন্দ্র দাশ, সহ-সভাপতি শাহীনুর আক্তার চৌধুরী পান্না, রমজান বখস, রুমানা বেগম, সুকেশ চন্দ্র শীল, সহকারী শিক্ষক ফোরামের আহ্বায়ক কাজী মাসুদুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, অর্থ সম্পাদক লোমেশ দাশ, সমবায় সম্পাদক আব্দুল মজিদ, দপ্তর সম্পাদক সমীরণ দাশ, প্রচার সম্পাদক মাহবুব আহমেদ সোহাগ, সাংস্কৃতিক সম্পাদক পলাশ রতন দাশ, নির্বাহী সদস্য কুহিনুর আক্তার, সেলিনা আক্তার, শিক্ষক নেতা আলী আমজাদ মিলন, সুবিনয় দাশ, হেলাল উদ্দিন, সাদিউর রহমান, নান্টু লাল দাশ, জাহাঙ্গীর বখত চৌ:, আব্দুল হামিদ, গৌর রায়, সুরঞ্জিত দাশ, মিরা রায়, হরিপদ দাশ, মহিনুর রহমান, লিটন রায়, মিজানুর রহমান, আব্দুল ওয়াহাব, অনুজিত রায়, মহিবুর রহমান চৌধুরী, আমিনুল হক, আবু সুফিয়ান, এনামুল, মুজাক্কির হোসেন, মাহফুজ আহমদ, বিপ্লব দাশ প্রমুখ।


     এই বিভাগের আরো খবর