,

হবিগঞ্জে পুকুর থেকে নারীর লাশ উদ্ধার ॥ স্বামী পলাতক

আব্দুল হামিদ ॥ হবিগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর গ্রামের (বন্দেরবাড়ি) এলাকার একটি পুকুর থেকে ডলি বেগম (২০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সোমবার দুপুর দেড়টার দিকে লাশটি উদ্ধার করা হয়। ডলি বেগম হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামের লাল মিয়ার স্ত্রী। তারা বন্দেরবাড়ি এলাকার অ্যাডভোকেট আশিকুর রহমানের বাড়ির ভাড়াটিয়া। নিহতের পিতা ও স্থানীয়রা জানায়, ৩ বছর আগে লাল মিয়ার সঙ্গে একই উপজেলার শিবপাশা গ্রামের ওয়াদিল মিয়ার ছেলে সোহেল মিয়ার মেয়ে ডলির বেগমের বিয়ে হয়। পাঁচ মাসের একটি মেয়ে সন্তান আছে নাদিয়া নাম। গত বৃহস্পতিবার স্ত্রী-সন্তান নিয়ে লাল মিয়া বন্দেরবাড়ি এলাকায় ভাড়া বাড়িতে ওঠেন। সোমবার সকালে বন্দেরবাড়ি এলাকায় লোকজন বাসার পাশের পুকুরে ডলির লাশ ভাসতে দেখে হবিগঞ্জ সদর থানায় খবর দেন। পরে সদর থানার পুলিশ এস আই ওয়াহেদ গাজীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে নিহতের বাবা জানান, বৃহস্পতিবার দিন রাত ৮টার দিকে ০১৯৬৪-৪৯৭৩০৫ এই নাম্বার থেকে ডলি বেগম তার বাবার সাথে শেষ কথা বলে। এর পর থেকেই ঐ নাম্বার বন্ধ এবং সেও নিখোজ। তিনি আরো জানান যে, লাল মিয়া পিতা দেড় বছর আগে ডলি বেগমের ৪ ভরি স্বর্ণ বিক্রি করে দেন এ নিয়ে আজমিরিগঞ্জে উপজেলা চেয়াম্যান আতর আলী মিয়া এবং ইউনিয়ন চেয়াম্যান তাপছির মিয়া এ বিষয় নিয়ে সালিশ ও করে দেন। তিনি অভিযোগ করে বলেন যে আমার মেয়েকে তার স্বামী মেরেছে। এদিকে, সকাল থেকেই ডলির মেয়ে ও স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


     এই বিভাগের আরো খবর