,

নবীগঞ্জের বৈঠাখাল গ্রামের আঃ গনি লন্ডনীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৩ আগষ্ট দৈনিক লোকালয় বার্তা ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় “নবীগঞ্জের বৈঠাখাল গ্রামের বহুল আলোচিত আব্দুল গনি লন্ডনীর বিরুদ্ধে অবশেষে আদালতে মামলা” এলাকায় তোলপাড় শিরোনামীয় সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। তাই উক্ত সাজানো কাল্পনিক উদ্দেশ্য প্রনোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটি কুচক্রি মহল সমাজে আমার মান সম্মান নষ্ট করার জন্য ও আমার সম্পদ আত্মসাতের উদ্দ্যেশ্যে দীর্ঘদিন ধরে উঠে পড়ে লেগেছে। তাই একর পর এক সাজানো নাঠক তৈরী করে আমার বিরুদ্ধে আমার ছবি ব্যবহার করে নানা অপপ্রচারের লিপ্ত রয়েছে। আমি ইছরাক মিয়া ডাক নাম আব্দুল গনি কারো পাসর্পোট দিয়ে লন্ডন যাইনি। আমি ১৯৬৩ ইংরেজীতে ফরম বাউচারের লন্ডনে গিয়ে ছিলাম। ১৯৭০ ইংরেজীতে সেখানে বৃটিশ নাগরিকত্ব লাভ করি। আমার ছেলে মেয়ে লন্ডন ও বাংলাদেশে বসবাস করছে। আমি বর্তমানে অসুস্থ্যতার কারনে আমার জন্ম স্থান বৈঠাখাল গ্রামে বাংলাদেশে বসবাস করছি। যে বা যাহারা আমার বিরুদ্ধে এসব মিথ্যা অপপ্রচার ও সাজানো মামলা করে আমাকে হয়রানি করছে কখনো ভাল মানুষের আচরণ হতে পারে না। শাক দিয়ে মাছ ঢাকা যায় না সত্যকে মিথ্যা দিয়ে আড়াল করা সম্ভব হয় না। মামলার বাদীরা নিজেই উল্লেখ করেছেন তাদের পিতা ১৯৭৭ ইংরেজীতে লন্ডন থেকে বাংলাদেশে আসার পর আমার নিকট পার্সপোট জমা রেখেছিলেন। তাদের ভাষায় আমি ঐ পাসর্পোট দিয়ে লন্ডন গিয়ে ছিলাম। তা সম্পূর্ন মিথ্যার বেশাতি ছাড়া কিছু না। আমি প্রকৃত পক্ষে ১৯৬৩ সালে লন্ডন গিয়েছি। এতেই প্রমান হয় তাদের সম্পূর্ন মিথ্যা তথ্যের উপর হয়রানি মূলক মামলা করেছে। এসব মিথ্যা মামলায আর অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ঠদের অনুরোধ জানিয়ে আবারো উক্ত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
হাজী ইছরাক মিয়া ওরফে আব্দুল গনি।
পিতা মৃত ইছন মিয়া (হুসমত উল্লা)
সাং বৈঠাখাল, নবীগঞ্জ, হবিগঞ্জ


     এই বিভাগের আরো খবর