,

শায়েস্থাগঞ্জে সিরাজী হোটেল মালিক ফাহিমের দৌড়ঝাপ

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্থাগঞ্জে সিরাজী আবাসিক হোটেল থেকে ১৫ ছাত্র-ছাত্রী আটকের পর থেকে ওই হোটেলের মালিক ফাহিম নিজেকে রক্ষা করতে বিভিন্নস্থানে দৌড়ঝাপ শুরু করেছে। এমনকি ওই প্রতিষ্ঠানের নাম যাতে পত্রিকায় প্রকাশ না হয় কতিপয় সাংবাদিকদের ম্যানেজ করে তার নাম আড়ালে রেখেছে। এরপরও বেশ কিছু পত্রিকায় হোটেলসহ মালিকের নাম দিয়ে সংবাদ প্রকাশ হলে গতকাল সোমবার বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করে। এদিকে তার হোটেলের অপকর্মের কাহিনী বেরিয়ে আসতে শুরু করেছে। এলাকাবাসি অভিযোগ করেন দাউদনগর বাজারে সিরাজ প্লাজার সিরাজি আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছে। ইতোপূর্বে ম্যাজিস্ট্রেট পুলিশসহ হোটেল থেকে যুবক-যুবতীদের আটক করে জেল জরিমানা করা হয়। এরপরও থেমে থাকেনি তাদের এসব অসামাজিক কার্যকলাপ। স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি প্রবাসির স্ত্রীরাও এসব হোটেলে অসামাজিক কাজে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। বিনিময়ে মোটা অংকের টাকা পেয়ে থাকে। এরমধ্যে হোটেল মালিক স্থানীয় কতিপয় সাংবাদিকরাও কিছু অংশ পাচ্ছে কলর্গালরা। উল্লেখ্য, গত রবিবার সকালে পুলিশ অসামাজিক কাজে লিপ্ত থাকাবস্থায় ওই হোটেলে অভিযান চালিয়ে শিক্ষার্থীসহ ১৫ জনকে আটক করে। দিনভর নাটকের পর রহস্যজনক কারণে তাদেরকে ছেড়ে দেয়। এ নিয়ে শায়েস্থাগঞ্জে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।


     এই বিভাগের আরো খবর