,

ইসলামী ব্যাংক নবীগঞ্জ শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের বৃক্ষরোপন কর্মসুচীর উদ্ভোধন

প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চান, ফলের চারা বেশী লাগান” এই শ্লোগানকে সামনে নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নবীগঞ্জ শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচী-২০১৫ইং উদ্ভোধন করা হয়। গতকাল বুধবার আব্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদিরের সভাপতিত্বে ও কর্মকর্তা মোঃ জাকির হোসেন এর সঞ্চালনায় কর্মকর্তা মোঃ আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নবীগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ মোঃ বুরহান উদ্দীন। তিনি আব্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফলজ বৃক্ষরোপনের মাধ্যমে ইসলামী ব্যাংক নবীগঞ্জ শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের বৃক্ষরোপন কর্মসূচী- ২০১৫ইং উদ্ভোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মোঃ মুত্তাকী মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক শুধুমাত্র ব্যাংকিং কার্যক্রমই পরিচালনা করছে না বরং সামাজিক কর্মকান্ডের অবদান রাখছে। তিনি প্রকল্পের সদস্যদের বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। বিশেষ অতিথি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মোঃ মুত্তাকী মিয়া তার বক্তব্যে বলেন, নবীগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহকদের ব্যাংকিং সেবার মান বৃদ্ধি করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও অবদান রাখছে। তিনি তার বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসুচী -২০১৫ইং উদ্ভোধন করায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। উক্ত অনুষ্ঠানে প্রকল্পের সার্বিক অবস্থা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা জনাব কাওসার আহমদ।


     এই বিভাগের আরো খবর