,

পাওয়ার অব এ্যাটর্নি কার্যক্রম স্থগিত বানিয়াচংয়ের জালিয়াত শাহিদুলের বিরুদ্ধে হাজিরের তলব

নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচংয়ের জালিয়াত শাহিদুলের বিরুদ্ধে তলব ও পাওয়ার অব এ্যাটর্নি কার্যক্রম স্থগিত করেছেন হবিগঞ্জ জেলা এডিসি রাজস্ব বিভাগের আর এম শাখা সহকারী কমিশনার সেঁজুতি ধর। জানা যায়, গত ১২ জুলাই ২০১৫ই্ং তারিখে পাওয়ার অব এ্যাটর্নি বাতিলের জন্য জেলা প্রশাসক সাবিনা আলমের বরাবর আবেদন করা হয়। আবেদনকারী রুজিনা মিয়া উল্লেখ করেন, জেলা প্রশাসক কার্যালয়ের আর, এম শাখা থেকে আম-মোক্তার মামলা নং ১৪০/১৩ইং সূত্রে পাওয়ার অব এ্যাটর্নিতে রোজিনা মিয়া দাতা হিসেবে উল্লেখ করা হয়েছে যা রোজিনা মিয়া ঐ পাওয়ার অব এ্যাটর্নিতে দস্তখত করেননি। উল্লেখিত পাওয়ার অব এ্যাটর্নির গ্রহিতা শাহ শাহিদুল ইসলাম তাহার বড় ভাই বৃটেন প্রবাসী আলী আমজদের যোগসাজাসে করিয়েছে। সেহেতু পাওয়ার অব এ্যাটর্নি রোজিনা মিয়া কর্তৃক সম্পাদিত হয় নাই তাই এই পাওয়ার অব এ্যাটর্নি আইনত অবৈধ। এবং উক্ত পাওয়ার অব এ্যাটর্নি দ্বারা কোন ক্রয় বিক্রয় বন্ধক বা কোনরুপ চুক্তি অথবা দলিলাদি সৃষ্টি করলে তা আইনত অবৈধ বলে গন্য হবে। এমতাবস্থায় পাওয়ার অব এ্যাটর্নি বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। এ পেক্ষিতে গত ১১ আগষ্ট ২০১৫ ইং তারিখে সহকারী কমিশনার (ভূমি) ও সাব-রেজিষ্টার সদর হবিগঞ্জকে বর্ণিত আম-মোক্তারনামায় উল্লেখিত সকল ধরনের কার্যক্রম স্থগিত ও আম-মোক্তারনামার গ্রহিতা শাহ শাহিদুল ইসলামকে মূল কফিসহ জরুরী ভিত্তিতে সহকারী কমিশনার আর এম শাখা সেঁজুতি ধর এর কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেন। উল্লেখিত জালিয়াত শাহিদুলের বিরুদ্ধে আরও অভিযোগ জেলা প্রশাসক বরাবরে আছে বলে সূত্রে জানা যায়।


     এই বিভাগের আরো খবর