,

দৈনিক মানব জমিন পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গতকাল দৈনিক মানবজমিন পত্রিকায় প্রথম পাতায় “মরিশাসে মানব পাচারে ফাঁদ” শিরোনামীয় সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি পড়ে আমি হতভম্ব হয়েছি। উক্ত ঘটনার সাথে আমি জড়িত নয়। একটি ভুল তথ্যের ভিত্তিতে সাজানো কাল্পনিক সংবাদ প্রকাশ করা হয়েছে। উক্ত সংবাদের মাঝে আমাকে দালাল হিসাবে উল্লেখ করা হয়েছে। যা সম্পূর্ন মিথ্যা বানোয়াট কথা। আমি মরিশাসে কোন মানব পাচারে সাথে আমি বিন্দু মাত্র জড়িত নয়। উক্ত সংবাদে আব্দুল হাকিম, তোফায়েল আহমদ, মহিবুর রহমানকে আমি মরিশাসে পাঠিয়েছি মর্মে যে সংবাদ প্রকাশ হয়েছে তা সম্পূর্ন মিথ্যা কথা। আমি ওদের কাছ থেকে কোন টাকা পয়সা নেইনি। প্রকৃত পক্ষে আমি নিজেও মরিশাসে গিয়ে প্রতারণার শিকার হয়েছি। যারা সংবাদ প্রকাশ করিয়েছেন তাদের সাথে আমার পূর্ব শক্রতা রয়েছে। বিশেষ করে মিনাজপুর গ্রামের তোফায়েল আহমদের পিতা জহুর উদ্দিনের সাথে আমার পূর্ব বিরোধ থাকায় এঘটনায় সে ইচ্ছাকৃত ভাবে সমাজে আমার মান সম্মান হেয় প্রতিপন্ন করিতে এসব অপপ্রচার করে উক্ত ঘটনার সাথে আমাকে জড়ানোর চেষ্টা করছে। আমি বিগত জানুয়ারীর ১৩ তারিখে মরিশাসে গিয়ে ছিলাম। এর ১৫/২০দিন পরে উক্ত তিনজন মরিশাসে গিয়েছেন। তাদের সাথে আমার দেশে অথবা বিদেশে কোন লেনদেন হয় নাই। আমি আউশকান্দি হীরাগঞ্জবাজারের একজন নাম করা ব্যবসায়ী ছিলাম। আমি কোন ধরনের প্রতারণার বা মানবপাচারের সাথে জড়িত নই, আমার এলাকার লোকজন এ সম্পর্কে ভাল জানেন আমি এবং আমার পরিবার কোন দালালির সাথে জড়িত নই। তাই উক্ত মিথ্যা বানোয়াট কাল্পনিক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উক্ত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানাচ্ছি।

প্রতিবাদকারী
মোঃ লায়েক বখত
সাং ছিট ফরিদ পুর
নবীগঞ্জ-হবিগঞ্জ


     এই বিভাগের আরো খবর