,

সরকার দুর্নীতির টাকা পুষিয়ে নেওয়ার জন্য গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে ……শেখ সুজাত মিয়া

উজ্জল চৌধুরী ॥ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী গ্যাস ও বিদ্যূতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ২০ দলীয় জোটের উদ্যোগে নবীগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান চৌধুরী সেফু’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধরী’র পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, নবীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মুক্তাদির চৌধুরী।এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সহ-সভাপতি মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, শ্রমিক দলের সভাপতি ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ মুর্শেদ আহমদ, পৌর জামাতের আমীর সাইদুল হক চৌধুরী সাদিক, বিএনপি নেতা সাইফুর রহমান মানিক, বয়াত উল্লাহ, জাতীয় পার্টির উপজেলা সভাপতি এম.এ খালেক, পৌর যুবদলের আহবায়ক আব্দুল বাকির চৌধুরী এমরান, সাবেক সভাপতি মোঃ মনর উদ্দিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী রিপন, পৌর যুবদলের সাবেক আহবায়ক শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, মৎষ্যজীবী দলের আহবায়ক সাহেব আলী, কৃষক দলের সাধারণ সম্পাদক বিভূ আচার্য্য, জামায়াত নেতা আব্দুল মুকিদ পাঠান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ছায়াদ আহমেদ, জিতু মিয়া সেন্টু, শাহ রুহেল, যুবদল নেতা আব্দুর রকিব, আব্দুল বাছিত রাসেল, আব্দুল আহাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফরান আহমেদ ছানু, আব্দুস শহিদ, শাহাজান চৌধুরী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান জুয়েল, খালেদ আহমদ, আবুল কালাম মিঠু, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজিউর আহমদ চৌধুরী, ওয়াহিদুজ্জামান জুয়েল, নবীগঞ্জ কলেজ বিশ্ব বিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান অলি, যুগ্ম আহবায়ক জিয়াউল ইসলাম জিয়া, যুবনেতা সাইদুর, সৌরভ খান, কামাল আহমদ, ছাত্রদল নেতা আবুল হাসনাত আবুল, জাকির চৌধুরী, শাহীন তালুকদার, তপন মালাকার, শেখ শিপন, রাজিব ভট্রাচার্য্য, রকি পারভেজ, আবিদুর রহমান, বাপ্পি আচার্য্য, মুমিন তালুকদার, শাহানাজ প্রমুখ। প্রধান অতিথি’র বক্তব্যে সাবেক এমপি শেখ সুজাত মিয়া বলেন, সারা বিশ্বে তৈলের মূল্য কমলেও আমাদের দেশে কমানো হয়নি অতচ গ্যাস এবং বিদ্যূতের মূল্য অহেতুক বৃদ্ধি করা হয়েছে যা জনগণের সাথে প্রতারনার শামিল। তিনি আরও বলেন, সরকার দূর্নীতির টাকা পুশিয়ে নেওয়ার জন্য গ্যাস ও বিদ্যূতের মূল্য বৃদ্ধি করেছে।


     এই বিভাগের আরো খবর