,

আজমিরীগঞ্জে বিয়ে বাড়িতে হামলা আহত ৮ ॥ বাড়িঘর ভাংচুর-লুঠপাট

নিজস্ব প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে বিয়ে বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুঠপাট করেছে প্রতিপক্ষের লোকজন। হামলায় কনের মা ও ৭ মাসের শিশুসহ ৮ জন গুরুতর আহত হয়েছে। আহতদের বানিয়াচং ও হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বর্বোরিচত হামলায় এলাকায় বইছে নিন্দার ঝড়। স্থানীয় সূত্র জানায়, উপজেলার নোয়াগড় গ্রামের দুলা মিয়ার কণ্যার সাথে একই গ্রামের জামির হোসেনের পুত্র জসিমের সাথে গত পরশু সোমবার বিয়ের দিন ঠিক হয়। বিয়ের রাত ৬ সেপ্টেম্বর সন্ধারাতে কনে সাজানোর ধুমধাম চলছিল। এ সময় পাশের বাড়ির ছাবেদ আলীর পুত্র হুসন মিয়া (৫০) এর নেতৃত্বে ২০ থেকে ২৫ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে কনের বসত ঘরে হামলা চালায়। হামলাকারীরা বাড়ি ঘরে ব্যাপক ভাংচুর ও কনের বিয়ের রকমারী ও সোনাদানা লুঠপাট করে। হামলাকারীদের উপর্যোপরী রামদার কুপে ও অন্যান্য দেশীয় অস্ত্রের আঘাতে কনের মা কিরণনেছা (৩৫), ফুফু সমলুতা বেগম (৩৫), দাদী সমলা বিবি (৪৫), চাচা কাশেম মিয়া (৩০), নবীর আলী (৩৫), কণের ভাই ৮ মাসের শিশু জুনাইদ ও কণের ফুফা বানিয়াচং তারাশই গ্রামের আহাম্মদ (৩২) আহত হন। আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত নবীর আলীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানান, বিয়ে পন্ড করাই ছিল হামলাকারীদের মূল উদ্দেশ্য। গত পরশু বিয়ের দিন গ্রামবাসী প্রহরায় বিয়ে সম্পন্ন হয়। এ ঘটনায় এলাকায় বইছে নিন্দার ঝড়। আমরা হাওর অঞ্চলবাসী উপজেলা কমিটি, নাগরিক কমিটির নেতৃবৃন্দ এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন হামলাীকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং ক্ষতিগ্রস্থ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।


     এই বিভাগের আরো খবর