,

হবিগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মাহফুজ নয়ন ॥ হবিগঞ্জ শহরের মাদক সম্রাটরা কারাগারে থাকার সুবাদে ছিচকে মাদক ব্যবসায়ীরা সক্রিয় হয়ে উঠেছে। এবার তাদের ব্যবসা চাঙ্গা করে তোলেছে। পুলিশ সূত্রে জানা যায়, বহুলা গ্রামের লুঙ্গি জুনাব আলী, দুলাল, মনধীরসহ বেশ কয়েকজন এসব ব্যবসা জমজমাট করে তোলেছে। প্রতিদিনই বিভিন্নস্থান থেকে মাদক সংগ্রহ করে এনে বহুলা বাইপাস সড়কে বিক্রি করছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ডিবির এসআই সুদ্বিপ রায়ের নেতৃত্বে পুলিশ সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে ইসলামিয়া স্টোর থেকে চেরাগ আলী (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০ পিছ যৌন উত্তেজক ইয়াবা উদ্ধার করা হয়। সে শহরের ইনাতাবাদ এলাকার মৃত বিল্লাহর মিয়ার পুত্র। অপরদিকে সদর থানার এসআই কৃষ্ণ মোহন দেবনাথ শায়েস্তানগর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল খালেকের পুত্র জালাল আহমেদ (২৫) কে আটক করেন। এসময় তার কাছ থেকেও ১০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায় সে দীর্ঘদিন ধরে উল্লেখিত মাদক ব্যবসায়ীদের সাথে আতাত করে মাদক ব্যবসা করে আসছিল। উল্লেখ্য মাদক ব্যবসায়ী সৈয়দ আলী ১ আগস্ট থেকে দীর্ঘদিন ধরে একটি মারামারি মামলায় কারাগারে থাকার সুবাদে লুঙ্গি জুনাব আলী, দুলাল, মনধীর তার সহযোগিদের নিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদের ব্যবসার কেউ প্রতিবাদ করলে নারী নির্যাতন সহ বিভিন্ন মামলার হুমকি দেয়। তাই কেউ প্রতিবাদ করেনা। ফলে দিন দিন শহরে ব্যবসা বৃদ্ধি পাচ্ছে। যদিও পুলিশ অভিযান চালিয়ে কিছু মাদক ব্যবসায়ীকে ধরে। আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে এসব ব্যবসায় জড়িয়ে পড়ে।


     এই বিভাগের আরো খবর