,

চুনারুঘাটে হ্যান্ড কাপসহ আসামী ছিনতাই

চুনারুঘাট প্রতিনিধি ॥ ঈদের সাংস্কৃতিক অনুষ্টানে এক আসামীর হাতে হ্যান্ডকাপ লাগানো ঘটনায় উত্তেজিত দর্শক ও পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। উত্তেজিত দর্শক হ্যান্ডকাপ পরহিত আসামীকে ছিনিয়ে নিয়ে পুলিশকে টেনে হেচড়ে গানের আসর থেকে বের করে দেয়। ঘটনাটি ঘটেছে গত রবিবার রাত সাড়ে ১০ টায় চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের হিমালিয়া বাজারে। এলাকাবাসিরা জানান, ওই এলাকার একদল যুবক ঈদের আনন্দ উপভোগ করার জন্যে হিমালিয়া বাজারে একটি সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করে। রাত সাড়ে ১০ চুনারুঘাট থানার দারোগা খবির উদ্দিন ও দারোগা আশরাফসহ একদল পুলিশ সাদা পোষাকে ওই গানের অনুষ্টানে হানা দিয়ে চামলতলী গ্রামের আঃ সহিদের পুত্র সিরাজ আলী (২৫) কে গ্রেপ্তার করে হাতে হ্যান্ড কাপ পড়িয়ে দেয়। ঈদের আনন্দে সাদা পুলিশের এহেন কর্মকান্ডে উপস্থিত দর্শকের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক সময় পুলিশের সাথে দর্শকের টানা-হেচড়া ও ধাক্তা-ধাক্কি শুরু হয়। এক পর্যায়ে হ্যান্ড কাপ পড়হিত আসামী সিরাজকে ছিনিয়ে নেয় উত্তেজিত দর্শক। বিষয়টি জানার পর স্থানীয় জন প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং রাত আড়াইটার সময় আসামী বিহীন হ্যান্ডকাপটি উদ্ধার করে দারোগা খবিরকে থানায় ফেরত দেন। এ ব্যাপারে দারোগা খবির উদ্দিন ঘটনার কথা অস্বীকার করে বলেন, এলাকাবাসির সাথে এটি একটি ভুল বুঝা-বুঝি’র ঘটনা ছাড়া আর কিছুই নয়। তবে থানার ২য় কর্মকর্তা আব্দুল্লা আবু জাহিদ এ বিষয়ে মন্তব্য করতে অপরগতা প্রকাশ করেন।


     এই বিভাগের আরো খবর