,

বানিয়াচঙ্গে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা

নিজস্ব প্রতিনিধি ॥ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে মানুষের আর্থ সামাজিক বিকাশ ও জীবনমান উন্নয়নে সরকারের ৬ বছর সাফল্য জনগনের মাঝে ব্যাপক প্রচারের উদ্দেশ্যে ৩ দিন ব্যাপী বানিয়াচঙ্গে উন্নয়ন মেলা ২০১৫ অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর সোমবার বানিয়াচঙ্গ উপজেলা পরিষদ প্রাঙ্গনে মেলার উদ্ভোধন করেন সংসদ সদস্য আলহাজ এডভোকেট আব্দুল মজিদ খান। উদ্ভোধনের পর স্টলগুলি পরিদর্শন শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ এডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ, ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ রায়হানুল হারুন, ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর নির্মল চক্রবর্তী, হবিগঞ্জ জেলা ইউ/পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বানিয়াচঙ্গ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা’র পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন খান, বানিয়াচঙ্গ সিনিয়র ফাজিল মাদ্রাসা উপাধ্যক্ষ কাজী মাওলানা আতাউর রহমান, বানিয়াচঙ্গ আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার দাস, একটি বাড়ি একটি খামার প্রকল্প সমন্বয়কারী তমাল বিজন দাস তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, ইউএইচএ সাবিনা আশরাফী লিপি, উপজেলা কৃষি অফিসার মোস্তফা ইকবাল আজাদ, ডিজিএম মোঃ মিজানুর রহমান, চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, রিপন চৌধুরী প্রমূখ।


     এই বিভাগের আরো খবর