,

৩ দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধনকালে এমপি আবু জাহির দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করাই শেখ হাসিনার লক্ষ্য

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অর্জন সংক্রান্ত বিষয়ে হবিগঞ্জে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নিমতলায় মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবদুর রউফ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দিলীপ কুমার বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রোকন উদ্দিন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন , হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী ও প্রেস ক্লাব সাধারন সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ।মেলায় ১৬টি স্টলে জেলার বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কার্যক্রম প্রদর্শন করা হয়। আগামী বুধবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটবে। প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, বিশ্ব ব্যাংক এক সময় পদ্মা সেতুর ঋণ প্রত্যাহার করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতেও পিছপা না হয়ে ঠিকই পদ্মা সেতুর কাজ এগিয়ে নেন। দেশের অর্থনীতিতে তার যুগান্তকারী উন্নয়ন এর কারনে এখন বিশ্ব ব্যাংকই স্বীকৃতি দিচ্ছে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তবে শেখ হাসিনা এতেই সন্তুষ্ট না হয়ে দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার জন্য কাজ করে যাচ্ছেন। জাতিসংঘ থেকেও বিভিন্ন ক্ষেত্রে শেখ হাসিনাকে পুরস্কৃত করা হচ্ছে।


     এই বিভাগের আরো খবর