,

নবীগঞ্জে বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্লান্টে চোরের হামলায় দুই সহোদর আহত

ষ্টাফ রিপোর্টার ॥ গত সোমবার রাতে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামে বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্লান্টের কেবল তার ট্রাক যোগে চুরি করে পালিয়ে যাওয়ার সময় চুরের হামলায় মার্চ ইন্টারন্যাশনাল কোম্পানির সুপারভাইজার সজিব মিয়া (৩২) ও তার সহোদর সাজিদ মিয়া (২৬) গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাদেরকে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় আহতদের চিৎকারে লোকজন এগিয়ে আসলে মালামাল রেখে চুরের দল পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় পুলিশ আটক মালামাল জব্দ করেছে বলে জানা গেছে। আহত, স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, গত সোমবার দিন রাত প্রায় ৩ টার দিকে বিবিয়ানা পাওয়ার প্লান্টে নিয়োজিত পিসিবি কোম্পানির অজ্ঞাতনামা কয়েকজন লোক মিলে পাওয়ার প্লান্ট থেকে বিএল কোম্পানির ক্যাবল তার ট্রাক যোগে চুরি করে নিয়ে যাওয়ার সময় বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্লান্টে নিয়োজিত ঠিকাধারী প্রতিষ্ঠান মার্চ ইন্টারন্যাশনাল কোম্পানির সুপার ভাইজার পারকুল গ্রামের মৃত সুজাত মিয়ার ছেলে সজিব মিয়া দেখে ফেলে। এ সময় চুরের দল তাকে ম্যানেজ করতে না পেরে তাকে বেদড়ক ভাবে মারধোর করে। তার সুর চিৎকারে ভাই সাজিদ মিয়া এগিয়ে আসলে তাকে মারধোর করে আহত করা হয়। তাদের দু সহোদরের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে চুরের দল মালামাল রেখেই পালিয়ে যায়। এ ব্যাপারে ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই ধর্মজিত সিনহা ঘটনার সত্যতার স্বীকার করে বলেন চুরাই মালামাল পুলিশের জিম্মায় রয়েছে।


     এই বিভাগের আরো খবর