,

বিবিয়ানা পাওয়ার প্লান্টে সবাইকে সমতার ভিত্তিতে কাজ করতে হবে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চেম্বার অব কর্মাসের পরিচালক ও জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম বলেছেন বর্তমান সরকার হচ্ছে ব্যবসা বান্ধব সরকার। এ সরকারে আমলে কোন সিন্ডিকেট ব্যবসা নেই। সাধারণ ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করছেন। বিবিয়ানা পাওয়ার প্লান্টের মধ্যে যারা ব্যবসা করছেন সবাইকে সমতার ভিত্তিতে কাজ করতে হবে। এলাকার জনসাধারণকে সেই কাজের অংশদারিত্ব করতে দেয়া উচিত। তিনি বলেন আমরা চাই এলাকার মানুষের কর্মসংস্থানসহ যাতে সব ঠিকাদারী প্রতিষ্ঠান সমতার ভিত্তিতে কাজ করে। কোন সিন্ডিকেট যাতে পেশি শক্তির দ্বারা কোন কাজ চিনিয়ে নিতে না পারে। এলাকার জনসাধারনের ন্যয্য অধিকার আদায়ে আমরা সাধারণ মানুষের সাথে থাকবো। বিবিয়ানা পাওয়ার প্লান্টের কাজে মানুষ যাতে কোন অশান্তি আর বিশৃংখলার শিকার না হন সেই দিকে নজর রাখতে হবে। প্রশাসন দিয়ে সাধারণ মানুষকে হয়রানি না করে সবাইকে কাজের সুযোগ দিতে হবে। তিনি গতকাল বিবিয়ানা পাওয়ার প্লান্ট এলাকায় নাঈমা এন্টারপ্রাইজ ও তাহিম এন্টার প্রাইজের অফিস উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক এম,এ আহমদ আজাদের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সহ- সভাপতি দেওয়ান জাফর সাদেক কয়েছ গাজী ,আওয়ামীলীগের নেতা অলি আহাদ, আজিজুল হক শিবলী, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের আহবায়ক ফজল আহমদ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান, আব্দুল কাহার চৌধুরী প্রমূখ। বক্তব্য রাখেন আওয়ামীলীগের নেতা অলি আহমদ, আশরাফ আলী, আনহার আলী, অনু আহমদ, বজলু মিয়া, আলমগীর খান, আব্দুর নুর, জুয়েল মিয়া, পিকলু চৌধুরী, আঞ্জব আলী, জাবেদ, পলাশ, আলাউর রহমান আল আমিন, সালমান আহমদ, রোমেল আহমদ, হেলাল আহমদ প্রমূখ। পরে প্রধান অতিথি নাঈমা এন্টারপ্রাইজ ও তাহিম এন্টার প্রাইজের অফিস উদ্বোধন করেন।


     এই বিভাগের আরো খবর