,

চুনারুঘাট-মাধবপুর আঞ্চলিক সড়কে যাত্রীবাহি সিএনজিতে দুর্ধর্ষ ডাকাতি

মাধবপুর প্রতিনিধি ॥ চুনারুঘাট-মাধবপুর আঞ্চলিক সড়কের সুরমা চা বাগানের নিকট যাত্রীবাহি সিএনজিতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা একই পরিবারের মহিলাসহ ৫ জনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মালামাল লুট করে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। আহত সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার মততলা আউলিয়াবাদ গ্রামের নুর উদ্দিনের পুত্র মইনুল (৩০) তার মা ও ভাই বোনকে মুড়ারবন্দ মাজার জিয়ারত শেষে সিএনজিযোগে বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে উল্লেখিতস্থানে পৌছলে একদল ডাকাত ব্যারিকেট দিয়ে গাড়িটি আটক করে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করে নিয়ে যাবার চেষ্ঠা করে। এসময় তারা বাঁধা দিলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মইনুল ও তার চাচাতো ভাই মালেক মিয়া (৩৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে মইনুলের অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট এমজিএ ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দিয়েছেন ডাক্তার। এব্যাপারে মাধবপুর থানার ওসি মোল্লা মনির হোসেন জানান, ঘটনার পর পর ঘটনাস্থল পরিদর্শন করি এবং ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য ওই সড়কটি নির্জন থাকায় সন্ধ্যা হলেই ডাকাতদের কবলে অনেককেই পড়তে হয়। এর আগেও এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। ওই সড়কে চলাচলরত যাত্রীরা প্রশাসনের নিকট পুলিশ টহলের দাবী জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর