,

নবীগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ভূমিখেকো বলাই ঘোষ কারাগারে

ষ্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার হালিতলা তামাশপুর গ্রামের বাসিন্দা ভূমি জাল জালিয়াতির হুতা বলাই চন্দ্র ঘোষকে চাঁদাবাজির মামলায় অবশেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল হবিগঞ্জের আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের হালিতলা তামাশপুর গ্রামের মৃত সুবল চন্দ্র ঘোষের পুত্র বলাই চন্দ্র ঘোষ কিছুদিন পূর্বে ওই এলাকার মৃত অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা জয়দব হোসেনের স্ত্রী নিরীহ শাহজাদী খানমের বাড়িতে গিয়ে তাকে হুমকি প্রদান করে এবং তার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তার এ দাবি না মানলে বলাই ওই মহিলাকে প্রাণে হত্যারও হুমকি প্রদান করে। এব্যাপারে ওই মহিলা বাদি হয়ে হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য নবীগঞ্জ থানায় প্রেরণ করেন। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নিজে মামলাটি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে বলাই ঘোষের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন প্রেরণ করেন। এর প্রেক্ষিতে বিজ্ঞ আদালত বলাই এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রেরণ করলে বলাই গতকাল বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে হাজির হলে শুনানি শেষে বলাইকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ আদালত। নিরীহ শাহজাদী খানম অভিযোগ করে বলেন, তার বাড়ির উপর ভুমিখেকো বলাই চোঁখ পড়ে এবং সে ওই বাড়ি থেকে তাকে বিতাড়িত করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করে।


     এই বিভাগের আরো খবর