,

বানিয়াচংয়ের দৌলতপুরে ইউপি সদস্য মঈন উদ্দিন কর্তৃক মক্তব উন্নয়নের টাকা আত্বসাতের অভিযোগ

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার মুরাদপুর মক্তবের উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৪ টন গম/চাল ইউপি সদস্য মঈন উদ্দিন কর্তৃক আত্বসাতের অভিযোগ উঠেছে। এব্যাপারে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক হবিগঞ্জ বরাবারে আবেদন জানিয়েছেন উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নিরীহ জনগন। অভিযোগের বিবরনে জানা যায়, বনিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এমপি মজিদ খান দৌলতপুর ইউনিয়নের মুরাদপুর মক্তবের উন্নয়নের জন্য জন্য ৪ (চার) টন গম/চাল বরাদ্ধ দেন। কিন্তু অদ্যাবদী ওই মক্তব্যে কোন উন্নয়ন কাজ হয়নি। এব্যাপারে ৬নং ওয়ার্ডের সদস্য মঈন উদ্দিনকে জিজ্ঞাসা করলে সে ক্ষমতার প্রভাব দেখিয়ে জনসাধারণকে হুমকি ধামকি প্রদান করে। পরে গত ০৭/০৯/১৫ ইং তারিখে উপজেলা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ হাবিবুর ইসলাম কর্তৃক সমজমিনে তদন্তকালে মক্তব্যে কোন উন্নয়ন কাজ হয়নি তা প্রমানিত হয়। এছাড়াও ওই ওয়ার্ডে কোন উন্নয়ন কাজ হয়নি। এব্যাপারে গত ১৩/০৯/১৫ ইং তারিখে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করেও কোন প্রতিকার পাননি তারা। উপরন্ত তাদের নানভাবে হমকি-ধামকি প্রদান করা হয়। ৬নং ওয়ার্ডের সকল প্রকল্পে যথাযথ তদন্ত করলে আত্মসাতের মূল চিত্র পাওয়া যাবে বলে স্থানীয় জনগন আশা করেন। তাদের দাবী উক্ত বরাদ্ধকৃত গম/চালের টাকা দিয়ে মুরাদপুর মক্তবের উন্নয়ন কাজ সম্পন্ন করা হোক।


     এই বিভাগের আরো খবর