,

নবীগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আনসার মিয়া তালুকদার সাময়িক বহিস্কার

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় শ্রমিকলীগ নবীগঞ্জ উপজেলা শাখার এক বর্ধিত সভায় গঠনতন্ত্রের পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে জাতীয় শ্রমিকলীগ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনসার মিয়া তালুদারকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর বিকালে নবীগঞ্জ উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বর্ধিত সভার অনুষ্টিত হয়। জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দাল করিমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারন সম্পাদক হাফেজ ক্বারী জাহাঙ্গীর আলীর পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আউয়াল মিয়া,সহ-সভাপতি ডাঃ মনসুর আহমেদ,সহ-সভাপতি দিলশাদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক সুফায়েল আহমদ, প্রচার সম্পাদক মোঃ মনর মিয়া, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, উপজেলা শ্রমিকলীগ নেতা সুহেল আহমদ, পৌর শ্রমিকলীগ নেতা জয়নাল আবেদীন, ৯নং ইউপি শ্রমিকলীগের আহবায়ক ছুরুক চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক রঞ্জিত ঘোষ রবি, ১০ নং দেবপাড়া ইউপি আহবায়ক আবুল কালাম, সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল মিয়া, যুগ্ম আহবায়ক জাবেদ হোসেন, ১১নং ইউপি আহবায়ক রাসেল আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক এম আর শাহিন, ১৩ নং ইউপি আহবায়ক মোঃ মানিক মিয়া, যুগ্ম আহবায়ক অজুদ মিয়া, যুগ্ম আহবায়ক মৌলদ হোসেন প্রমূখ। উক্ত বর্ধিত সভায় বক্তাগণ বলেন, আনসার মিয়া তালুকদার ১১ নং ইউপি জাতীয় শ্রমিকলীগ আহবায়ক রাসেল আহমদের নিকট ইউনিয়ন কমিটি অনুমোদন দিতে ১০ হাজার টাকা আদায় করেন। সর্বশেষ তিনি ১০,১১ ও ১৩ নং ইউনিয়ন নিয়ে একটি আঞ্চলিক কমিটি অবৈধভাবে এককভাবে ঘোষনা দেন। এচাড়াও সাধারণ সম্পাদক আনসার মিয়া তালুদারের উপর বিভিন্ন ইউনিয়নের কমিটি অনুমোদন দিতে মোটা অংকের উৎকোচ নেয়ার অভিযোগ উঠে। তার বিরুদ্ধে সংগঠন বিরোধী তৎপরতার নানা কর্মকান্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাময়িকভাবে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়।


     এই বিভাগের আরো খবর