,

বিদেশিদের নিরাপত্তায় সতর্ক প্রশাসন

সময় ডেস্ক ॥ মৌলভীবাজারে ১৫ জন বিদেশি নাগরিকের অবস্থান নিশ্চিত করে তাদের নিরাপত্তায় সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশে পর পর ২জন বিদেশি নাগরিককে হত্যার পর জেলার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি জেলায় র‌্যাব পুলিশের তৎপরতা ও নজরদারি বাড়ানো হয়েছে। এমনকি বিদেশি নাগরিকদের গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি রাস্তায় চলাচলে তাদের বিশেষ পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছে। বিদেশি নাগরিকদের চলাচলের রাস্তায় তাৎক্ষণিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। তবে এ জেলায় বিদেশি নাগরিকদের চলাচলে তেমন কোন ঝুঁকি দেখছে না পুলিশ। জেলায় কোনো জঙ্গি সংগঠনের সক্রিয় তৎপরতা নেই বলে মনে করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো: শাহজালাল। তিনি গতকাল রবিবার বলেন, মৌলভীবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। এখানের মানুষ অনেক শান্তিপ্রিয়। এছাড়া রাজনৈতিক দলগুলোও অনেকটা সহনশীল। ‘জেলায় কোনো জঙ্গি সংগঠনের সক্রিয় কার্যক্রম এখনও আমার চোখে পড়ছে না’ উল্লেখ করে তিনি বলেন, বিদেশি নাগরিকদের জন্য মৌলভীবাজার দেশের অন্য এলাকার চেয়ে অনেক নিরাপদ। পুলিশ সুপার জানান, মৌলভীাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন এমন ১৫জন নাগরিকের অবস্থান আমরা নিশ্চিত হয়েছি। জেলার বিভিন্ন এলাকায় থেকে এরা দেশি-বিদেশি বিভিন্ন সংস্থায় কাজ করছেন বলে জানান তিনি। তিনি আরও বলেন, এদের মধ্যে বেশিরভাগই শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের নাগরিক। তবে অন্যান্য উনন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার নাগরিকরা বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও পযর্টক হিসেবে এই এলাকায় এসে থাকেন। আমরা তাদের নিরাপাত্তায়ও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি। বিভিন্ন হোটেল মোটেল ও রিসোর্ট কর্তৃপক্ষকে যথা সময়ে বিদেশি নাগরিকদের তথ্য নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।


     এই বিভাগের আরো খবর