,

শিক্ষাই গড়ে তুলতে পারে একটি সুখি ও সমৃদ্ধ জাতি —এমপি মজিদ খান

বানিয়াচং প্রতিনিধি ॥ এমপি অ্যাডভোকেট আবদুল মজিদ খান বলেছেন, শিক্ষাই গড়ে তুলতে পারে একটি সুখি ও সমৃদ্ধ জাতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক ও গতিশীল নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এদিকে প্রতিবছরই কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধিত করে উৎসাহ-উদ্দীপনা যুগাচ্ছে দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদ। এজন্য চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে জানাই সাধুবাদ। উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের ইচ্ছাকে জাগ্রত করতে চেয়ারম্যানদের প্রতি আহবান রেখেছেন। গতকাল শনিবার দুপুরে বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদ চত্ত্বরে কৃতি শিার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন পরিষদ এই সংবর্ধনার আয়োজন করেছে। ইউনিয়ন পরিষদের অর্ন্তভূক্ত ১৪২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়। কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ সময় পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ক্যালোগ্রাফি প্রদান করেন ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ। ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক ছানাউল হক রুবেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ, সাবেক চেয়ারম্যান ইকবাল হুসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, ওসি নির্মলেন্দু চক্রবর্তী, অধ্যক্ষ সাফিউজ্জামান খান, অধ্যক্ষ ছালামত আলী খান, অধ্যক্ষ আবদাল হুসেন খান, প্রতিথযশা শিক্ষক বিপুল ভূষণ রায়, অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমদ, প্রধান শিক্ষক মো: আবদুল মজিদ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক। বক্তব্য দেন শিক্ষক সমিতির সেক্রেটারি আবদুর রউফ, প্রেস ক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল, শিক্ষক সাইফুল আলম, মোজ্জামিল হুসেন খান, আলী রহমান, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, কাজল চ্যাটার্জী, যুবলীগ সহ-সভাপতি ছায়েব আলী, সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক আশরাফ সোহেল, ছাত্রলীগ সভাপতি আবদুল হালিম সোহেল, জনাব আলী কলেজ ছাত্রলীগ সাবেক সেক্রেটারি রিপন চৌধুরী, কৃতি শিক্ষার্থী নুর-ই জান্নাত রিজা ও এএইচকে আবির। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-প্রধান শিক্ষক (অবসর) মো: কবির মিয়া, যুবলীগ যুগ্ম সম্পাদক মো: শাহজাহান মিয়া, মাওলানা নজরুল ইসলাম, ব্র্যাক ম্যানেজার রেহেনা আক্তার, সাংবাদিক শিব্বির আহমদ আরজু, রায়হান উদ্দিন সুমন, দেলোয়ার হুসেন, ইউপি সদস্য সৈয়দ আবদুল মোনায়েম, আব্দুস ছমেদ জমাদার, আব্দুল সালাম, আলীম উদ্দিন ধনমিয়া, রুনা আক্তার, মিরা নন্দী, মাস্টার আব্দুর রউফ ও আবুল ফজল প্রমূখ।


     এই বিভাগের আরো খবর