,

হবিগঞ্জে সিরিজ বোমা বিস্ফোরণ মামলায় জেএমবির প্রধান সাইদুর রহমানসহ ৬ আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে সিরিজ বোমা বিস্ফোরণ মামলায় জেএমবির প্রধানসহ ৬ আসামির উপস্থিতিতে দুই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক আফরোজা পারভীনের আদালতে দুই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষীরা হলেন হবিগঞ্জ শহরতলির বহুলা গ্রামের ইউসুফ মিয়া ও ঢাকার পূর্ব বাসাবো এলাকার আনোয়ারুল করিম। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল আহাদ ফারুক জানান, মামলার আসামি জেএমবির প্রধান সাইদুর রহমান, তার পুত্র জেএমবির আইটি বিশেষজ্ঞ এ এইচ এম শামীম, আজিজুল ইসলাম গাজী ওরফে আজিজ, হাফেজ হুজাইফা ওরফে ওবাইদুল্লাহ, বেলাল হোসেন ওরফে তামীম ও সালাউদ্দিন ওরফে সালেহীনকে আদালতে হাজির করা হয়। আদালত আগামী ২৪ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য করেছেন বলে জানান তিনি। সকাল থেকে আদালত পাড়ার চারদিক নিরাপত্তার চাদরে ঢাকা ছিল। আইনজীবি ও বিচার প্রার্থীদেরকে তল্লাশী করা হয়। আদালতে উভয় সাক্ষী বলেন, ঘটনার সময় তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে তা তারা দেখেননি। আদালতে এ সময় স্থানীয় সাংবাদিক ও আইনজীবীসহ নাগরিক সমাজের লোকজন উপস্থিতিত ছিলেন। এব্যাপারে সদর থানার ওসি নাজিম উদ্দিন বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশসহ হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ পাঁচটি স্থানে একযোগে বোমা বিস্ফোরণ ঘটে। এ ঘটনার পর পুলিশ বাদী হয়ে পৃথক পাঁচটি মামলা দায়ের করা হয়।


     এই বিভাগের আরো খবর