,

নবীগঞ্জে সাবেক ইউপি সদস্য মধু মিয়া হত্যাকান্ডের ঘটনায় ৫ আসামী গ্রেফতার নিহতের পরিবারে এখনো চলছে শোকের মাতম

এমদাদুল হক ॥ নবীগঞ্জের রুস্তমপুরে সাবেক ইউপি সদস্য মধু মিয়া (৫০) হত্যাকান্ডের ঘটনায় গতকাল সোমবার দুপুরে রুস্তমপুর এলাকা থেকে হত্যা মামলার অন্যতম আসামী মতিন মিয়ার পুত্র কাজল মিয়া (৩০) নামের এক যুবককে জনতার সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকান্ডের পর পরই রস্তমপুর গ্রামের আবির উদ্দিন, আব্দুল মন্নান, জাকির হোসেন ও খোকন মিয়া নামের ৪জনকে জনতার সহায়তায় গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে মধু মিয়া হত্যা মামলার ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীরা পলাতক রয়েছে। এদিকে নিহত মধু মিয়ার পরিবারে এখনো চলছে শোকের মাতম। এলাকায় হোটেল রেস্তোরা ও গুরুত্বপর্ণ স্থানে মধু মিয়া হত্যাকান্ডের আলোচনার পাশাপাশি নানা জল্পনার সৃষ্টি হয়েছে। সচেতন মহলে মধু মিয়া হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ এর পাশাপাশি খুনিদের ফাঁিসর দাবী জানানো হচ্ছে। ইউপি আওয়ামীলীগের পক্ষ থেকে এ হত্যাকান্ডের বিরুদ্ধে নানা কর্মসূচি সংবাদ বিশ্বস্ত সূত্রে পাওয়া গেছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ১০টায় নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর স্ট্যান্ডে ওই গ্রামের জাহির উদ্দিন ও তার লোকজনের হামলায় সাবেক মেম্বার মধু মিয়া গুরুতর আহত হয়। পরে রাত প্রায় ৩ টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটায় নিহতের ছেলে মামুন মিয়া ৪৮জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরর পর থেকে প্রভাবশালী জাহির উদ্দিনের লাঠিয়াল বাহিনী গা ঢাকা দেয়। তবে এঘটনায় এখন পর্যন্ত ৫ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।


     এই বিভাগের আরো খবর